TRENDING:

দুর্গাপুজো মিটতেই চলে এল কালীপুজো! এই বছর শ্যামা মায়ের আরাধনা কবে? ২০ অক্টোবর না ২১? জেনে নিন সঠিক দিনক্ষণ!

Last Updated:
দুর্গাপুজো শেষ হয়েছে। দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজো, এবং এর পরই সকলে অপেক্ষায় থাকে কালীপুজোর। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। দুর্গাপুজো শেষ হতেই শুরু হয়ে যায় দীপাবলির প্রস্তুতি।
advertisement
1/5
দুর্গাপুজো মিটতেই চলে এল কালীপুজো! এই বছর শ্যামা মায়ের আরাধনা কবে? ২০ অক্টোবর না ২১?
দুর্গাপুজো শেষ হয়েছে। দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজো, এবং এর পরই সকলে অপেক্ষায় থাকে কালীপুজোর। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। দুর্গাপুজো শেষ হতেই শুরু হয়ে যায় দীপাবলির প্রস্তুতি।
advertisement
2/5
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো । কালী মায়ের আরাধনায় যাতে কোনও ত্রুটি না থাকে, তাই তার চেষ্টা চলে জোরকদমে। মন্দিরে ছাড়াও যাদের বাড়িতে কালীপুজো হয়, তারাও বেশ কিছুদিন আগে থেকেই লেগে পড়েন কালীপুজোর কাজে।
advertisement
3/5
বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। যদিও অনেকে দীপাবলিতে লক্ষ্মী -গণেশের পুজো করেন। জানুন এবছরের কালী পুজোর দিনক্ষণ, শুভ সময় ও অমাবস্যা তিথি ।
advertisement
4/5
কালীপুজো ২০২৫ -এর নির্ঘণ্টকালীপুজোর তারিখ - ২০ অক্টোবর (২ কার্তিক), সোমবার।অমাবস্যা তিথি - ২০ অক্টোবর, দুপুর ২:৫৫ থেকে ৩ অক্টোবর বিকেল সন্ধ্যা ৪:২৫ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
advertisement
5/5
দেবী কালীর পুজোর প্রার্থনা মন্ত্র'এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ'প্রণাম মন্ত্র'ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।'
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
দুর্গাপুজো মিটতেই চলে এল কালীপুজো! এই বছর শ্যামা মায়ের আরাধনা কবে? ২০ অক্টোবর না ২১? জেনে নিন সঠিক দিনক্ষণ!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল