Kali Puja 2025 Date and Time: ২০ নাকি ২১ অক্টোবর এ বছরের কালীপুজো কবে? কার্তিকেয় অমাবস্যার পুণ্য তিথিতে শক্তি আরাধনার সঠিক সময় কখন? জানুন পঞ্জিকামতে পুজোর শুভক্ষণন...
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Kali Puja Date and Time: দুর্গাপুজোর পরই বাঙালির সবচেয়ে বড় উৎসব কালীপুজো। ২০২৫ সালে কবে হবে পুজো, কখন শুরু ও শেষ অমাবস্যা তিথি, আর কোন সময়ে নিশীথকালীন পুজো হবে — পঞ্জিকা অনুযায়ী জেনে নিন সমস্ত তথ্য।
advertisement
1/6

দুর্গাপুজোর পর বাঙালি যে উৎসব নিয়ে সবচেয়ে বেশি মেতে ওঠে, তা হল কালীপুজো। এই বছর কালীপুজোর তারিখ নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। কখন থেকে অমাবস্যা শুরু হচ্ছে, তা নিয়েও রয়েছে ধন্দ। আসুন দেখে নেওয়া যাক, এই বিষয়ে কী জানাচ্ছে পঞ্জিকা।
advertisement
2/6
কালীপুজো মূলত নিশীথকালে বা মধ্য রাতে করা হয়। যেহেতু ২০ অক্টোবর দিবাগত রাতেই অমাবস্যা তিথি মধ্যরাত্রিকে স্পর্শ করছে, তাই ২০ অক্টোবর রাতেই পূজিত হবেন মা কালী। আসলে ২০ অক্টোবর কার্তিক অমাবস্যা তিথি শুরু হচ্ছে। ২১ অক্টোবর শেষ হচ্ছে সেই তিথি। সেই কারণেই দিন নিয়ে এই সংশয়। তবে কখন অমাবস্যা তিথি শুরু ও কখন শেষ? এই বিষয়ে ভিন্ন ভিন্ন পঞ্জিকামত রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, কী জানাচ্ছে পঞ্জিকা।
advertisement
3/6
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তিথি ও শুভক্ষণঃ কালীপুজোর তারিখ: ২০ অক্টোবর, ২০২৫, সোমবার। অমাবস্যা তিথি শুরু: ২০ অক্টোবর, সোমবার, দুপুর ৩টে ৪৫ মিনিটে। অমাবস্যা তিথি শেষ: ২১ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৫টা ৫৪ মিনিট।
advertisement
4/6
পুজোর শুভক্ষণ (নিশীথকাল): ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে শুরু হয়ে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত। মোট ৫০ মিনিট পুজোর শুভ সময়।
advertisement
5/6
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী তিথি ও শুভক্ষণঃ কালীপুজোর তারিখ: ২০ অক্টোবর, ২০২৫, সোমবার।
advertisement
6/6
অমাবস্যা তিথি শুরু: ২০ অক্টোবর, সোমবার, দুপুর ২টো ৫৭ মিনিটে।অমাবস্যা তিথি শেষ: ২১ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৪টে ২৬ মিনিটে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kali Puja 2025 Date and Time: ২০ নাকি ২১ অক্টোবর এ বছরের কালীপুজো কবে? কার্তিকেয় অমাবস্যার পুণ্য তিথিতে শক্তি আরাধনার সঠিক সময় কখন? জানুন পঞ্জিকামতে পুজোর শুভক্ষণন...