TRENDING:

Kali Puja 2024 Date Time: এবছর কালীপুজো কবে? কার্ত্তিক অমাবস্যার ঠিক কোন মুহূর্ত পুজো শুরুর জন্য শুভ? জানুন শ্যামাপুজোর খুঁটিনাটি

Last Updated:
Kali Puja 2024 Date Amavasya Timing: ৩১ অক্টোবর ৩:৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর ১২:৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজো মধ্যরাত্রি পর্যন্ত চলে, শুরুও হয় রাতেই, তাই ৩১ অক্টোবর পুজো হবে।
advertisement
1/7
এবছর কালীপুজো কবে?কার্ত্তিক অমাবস্যার ঠিক কোন মুহূর্তে পুজো শুরু?জানুন বিস্তারিত
*বাংলায় কালীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছর বিভিন্ন অমাবস্যার তিথিতে  মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। মন্দিরের পাশাপাশি অনেকেই বাড়িতেও কালীপুজো করেন। দুর্গাপুজোর পরে যে কালীপুজো হয়, তাকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়। অনেকে আবার এই দীপাবলিতে বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করেন। দেখে নিন এবছরের কালী পুজোর দিনক্ষণ, শুভ সময়। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*কালীপুজোর নিয়ম বেশ কঠিন। বেশ রাতে পুজো হয়। ভক্তরা দিনভর উপবাসের পরে মা কালীর পুজো দেন। মা কালীর পুজোয় নানা নিয়ম রয়েছে। দীর্ঘক্ষণ ধরে চলে পূজার্চনা। এমনকি কালীপুজোয় অনেক জায়গায় এখনও বলি দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*শাস্ত্র মতে, মা কালী ১১ রূপের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। কালীপুজো বা দিপাবলীর এই আরাধনাকে শ্যামা পুজো বা মহানিশি পুজোও বলা হয়। কার্ত্তিক অমাবস্যার রাতে কালীপুজো করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*প্রতি বছর কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজো হয়। পঞ্জিকা মতে নিশিতা কালে এই পুজো হয়। এ বছর কার্ত্তিক অমাবস্যা পড়েছে ৩১ অক্টোবর (১৪ কার্তিক), বৃহস্পতিবার। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*অমাবস্যা তিথি - ৩১ অক্টোবর, ঘ ৩/৭/৪২ থেকে ১ নভেম্বর সন্ধ্যা ৫/৮/৭ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*৩১ অক্টোবর ৩:৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর ১২:৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজো মধ্যরাত্রি পর্যন্ত চলে, শুরুও হয় রাতেই, তাই ৩১ অক্টোবর পুজো হবে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর ১১:৪৮ মিনিট থেকে ১ নভেম্বর ১২:৪৮ মিনিট পর্যন্ত। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kali Puja 2024 Date Time: এবছর কালীপুজো কবে? কার্ত্তিক অমাবস্যার ঠিক কোন মুহূর্ত পুজো শুরুর জন্য শুভ? জানুন শ্যামাপুজোর খুঁটিনাটি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল