TRENDING:

Kalashatami Vrat on Thursday: বৃহস্পতিবারে কালাষ্টমী তিথি! দিনভর করুন এই কাজগুলি, জীবন থেকে অশুভ প্রভাব কেটে আসবে অর্থ ও সমৃদ্ধি

Last Updated:
Kalashatami Vrat on Thursday: প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই বিশেষ দিন৷ জ্যৈষ্ঠমাসের কালাষ্টমী ব্রত পালিত হবে ৩০ মে, বৃহস্পতিবার৷ একে বৃহস্পতি বা লক্ষ্মীবার৷ তার উপর কালাষ্টমী তিথি৷ ফলে জ্যোতিষ মতে এই দিন তথা তিথির গুরুত্ব গভীর৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ
advertisement
1/9
বৃহস্পতিবারে কালাষ্টমী তিথি! এই কাজ করলেই অশুভ প্রভাব কেটে আসবে অর্থ ও সমৃদ্ধি
পবিত্র ও পুণ্যতিথি কালাষ্টমীকে উ‍ৎসর্গ করা হয় কালভৈরবের নামে৷ সনাতনী বিশ্বাসে এই তিথির গুরুত্ব প্রচুর৷
advertisement
2/9
প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই বিশেষ দিন৷ জ্যৈষ্ঠমাসের কালাষ্টমী ব্রত পালিত হবে ৩০ মে, বৃহস্পতিবার৷
advertisement
3/9
একে বৃহস্পতি বা লক্ষ্মীবার৷ তার উপর কালাষ্টমী তিথি৷ ফলে জ্যোতিষ মতে এই দিন তথা তিথির গুরুত্ব গভীর৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা৷
advertisement
4/9
আজ বা বৃহস্পতিবার অষ্টমী তিথি শুরু হচ্ছে সকাল ১১.৪৩ মিনিটে৷ এই তিথি থাকবে ৩১ মে, সকাল ৯.৩৮ পর্যন্ত৷
advertisement
5/9
মহাদেবের রূপ কালভৈরব পূজিত হন দণ্ডপাণি বা ক্ষেত্রপাল হিসেবেও৷ বলা হয়, জীবন থেকে লোভ, মোহ, ক্রোধ, মোহ সংক্রান্ত অশুভ প্রভাব দূর করেন কালভৈরব৷
advertisement
6/9
কালাষ্টমী তিথিতে সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বসন পরুন৷ ভগবান শিব বা কালভৈরবের বিগ্রহ স্থাপন করুন৷ তাঁকে ফুল নিবেদন করে প্রজ্বলন করুন সর্ষের তেলের প্রদীপ৷ পাঠ করুন ভৈরব মন্ত্র৷
advertisement
7/9
কালভৈরবের পুজোর অন্যতম প্রসাদ হল সুজির তৈরি মিষ্টি৷ পাশাপাশি তাঁকে নিবেদন করা হয় মালপোয়া এবং অন্যান্য মিষ্টান্ন ও বেসনের হালুয়া৷
advertisement
8/9
উপবাস ব্রত রাখলে সন্ধ্যায় উপবাস ভঙ্গ করুন সাত্তিক আহারে৷ সন্ধ্যাতেও কালভৈরবের বিগ্রহের সামনে প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷
advertisement
9/9
বৃহস্পতিবার মা লক্ষ্মীর নিত্যপুজোও করবেন নিয়ম মেনে৷ অনেকে তাঁর সঙ্গে বিষ্ণুপুজোও করে থাকেন৷ বৃহস্পতিবার কালাষ্টমী তিথি পড়ায় একসঙ্গে পূজিত হন দেবী লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং কালভৈরব রূপে মহাদেব৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kalashatami Vrat on Thursday: বৃহস্পতিবারে কালাষ্টমী তিথি! দিনভর করুন এই কাজগুলি, জীবন থেকে অশুভ প্রভাব কেটে আসবে অর্থ ও সমৃদ্ধি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল