Kaal Bhairav Jayanti 2023: আজই সেই বিরল মুহূর্ত, সময় জেনে করুন পুজো, কাটবে মৃত্যু ভয়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Kaal Bhairav Jayanti 2023: কাল ভৈরব জয়ন্তীর দিন উপবাস করে প্রতিটি নিময় পুঙ্খানুপুঙ্খ পালন করলে জীবনে সাফল্য আসে৷ এমনই মত বিশেষজ্ঞদের৷ প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে কালাষ্টমী উপবাস পালন করা হয়, সেই দিন কাল ভৈরবের পুজো হয়।
advertisement
1/5

কাল ভৈরব জয়ন্তী ২০২৩কাল ভৈরব জয়ন্তী মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। অনেকেই এই বিশেষ দিন পালন করেন রোগ, অকালমৃত্যুর ভয়, শারীরিক সমস্যা দূর করতে৷
advertisement
2/5
কাল ভৈরব জয়ন্তীর দিন উপবাস করে প্রতিটি নিময় পুঙ্খানুপুঙ্খ পালন করলে জীবনে সাফল্য আসে৷ এমনই মত বিশেষজ্ঞদের৷ প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে কালাষ্টমী উপবাস পালন করা হয়, সেই দিন কাল ভৈরবের পুজো হয়।
advertisement
3/5
কাল ভৈরব জয়ন্তী ২০২৩, কবে?এ বছর মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে ৪ ডিসেম্বর সোমবার রাত ০৯:৫৯ মিনিট থেকে। শেষ হবে ৫ডিসেম্বর ১২.৩৭ টায় । উদয়তিথি ও নিশিতা পূজার মুহূর্তকে কেন্দ্র করে কাল ভৈরব জয়ন্তী পালিত হবে ৫ ডিসেম্বর মঙ্গলবার।
advertisement
4/5
কাল ভৈরব জয়ন্তী ২০২৩ পুজোর সময়-মূলত রাতেই এই পুজো হয়৷ কাল ভৈরব জয়ন্তীর দিন পুজার শুভ সময় রাত ১১:৪৫ থেকে ১২:৩৯ পর্যন্ত। নিশিতা মুহুর্তে কাল ভৈরবের পূজা করা হয়।
advertisement
5/5
কেন কাল ভৈরব জয়ন্তী এতটা গুরুত্বপূর্ণ? কাল ভৈরবের পুজা করা হয় তন্ত্র ও মন্ত্র সিদ্ধির জন্য। অকাল মৃত্যুকে ভয় এড়াতে কাল ভৈরবের পুজো করেন অনেকে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kaal Bhairav Jayanti 2023: আজই সেই বিরল মুহূর্ত, সময় জেনে করুন পুজো, কাটবে মৃত্যু ভয়