Lord Hanuman Tuesday Remedies: মঙ্গলবার ভুলেও এই জিনিসপত্রগুলি কিনবেন না, কাউকে উপহারও নয়, নইলে জীবন হবে তছনছ
- Published by:Arjun Neogi
Last Updated:
Lord Hanuman Tuesday Remedies: কোনও ভাবেই মঙ্গলবার ভুল করবেন না ভুলের মাশুল গুণতে গুণতে কাটবে সারটা জীবন
advertisement
1/10

দুধের সম্পর্ক চাঁদের সঙ্গে জ্যোতিষ অনুসারে মঙ্গল ও চন্দ্র একে অপরের শত্রু ৷ তাই মঙ্গলবার দুধের তৈরি মিষ্টি কেনাকাটা বা খাওয়া দাওয়া একদমই করবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
শনিবারের মতই মঙ্গলবারেও জামা কাপড় কেনাটা রীতিমত অশুভ কিন্তু কেউই এই তথ্য দেননা ৷ যদিও মঙ্গলবারে কালো পোশাক না পরাই ভাল ৷ লাল ও অথবা লাল আভা জাতীয় পোশাক পরা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
মঙ্গলবার পবনপুত্র হনুমানের দিন একই সঙ্গে এই দিন মঙ্গলদেবের নামেও নিবেদিত ৷ মঙ্গলকে সাহস, পরাক্রম, ভূমিকারক বলা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
মঙ্গলবার মাটি খোঁড়া উচিৎ নয় একই সঙ্গে বাড়ি কেনাকাটা করা উচিৎ নয় ৷ এদিন ভূমিপুজো, ভিত পুজো অশুভ বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
একই সঙ্গে কোনও নির্মাণ কাজ করা উচিৎ নয় ৷ নইলে বাড়ির প্রধানের শরীর খারাপ হতে পারে পড়তে পারে খারাপ প্রভাবও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
মঙ্গলবার কাঁচ কেনাকাটা একদমই করবেন না ৷ অর্থাৎ আয়না, কাঁচের বাসন, ঘর সাজানোর কাঁচের জিনিসপত্র কিনবেন না এতে বজরঙ্গবলি রেগে যেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
আসলে পবনপুত্র শক্তির প্রতীক ৷ তাই মঙ্গলবার সহজেই ভেঙে যায় অর্থাৎ কাঁচ বা প্লাস্টিকের জিনিসপত্র কেনা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
কাউকে উপহারও দেওয়া উচিৎ নয় ৷ এমন করলে জাতক-জাতিকার টাকা পয়সার ক্ষতি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
সাধারণত অনেকেই মানেন তাই শনিবার লোহার জিনিসপত্র কেনাকাটা করেন না ৷ তেমনই মঙ্গলবারেও লোহার জিনিসপত্র কেনাকাটা করা উচিৎ নয় ৷ উচিৎ নয় বাড়বে আর্থিক সমস্যা, জীবন হবে শেষ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
সাধারণত অনেকেই মানেন তাই শনিবার লোহার জিনিসপত্র কেনাকাটা করেন না ৷ তেমনই মঙ্গলবারেও লোহার জিনিসপত্র কেনাকাটা করা উচিৎ নয় ৷ উচিৎ নয় বাড়বে আর্থিক সমস্যা, জীবন হবে শেষ ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lord Hanuman Tuesday Remedies: মঙ্গলবার ভুলেও এই জিনিসপত্রগুলি কিনবেন না, কাউকে উপহারও নয়, নইলে জীবন হবে তছনছ