হাতে আর মাত্র কিছুদিন, জুলাইয়ের শেষ সপ্তাহে লটারি ভাগ্যে কপাল খুলবে কোন দুই রাশির? কাদের পুড়বে কপাল?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জুলাই মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ ২৭ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে দেখে নেওয়া যাক।
advertisement
1/15

লটারি কেটে ভাগ্য বদল হয় অনেকের। কারও জমানো পুঁজি হারিয়ে ভাগ্যে দুর্দশা নেমে আসে। আবার কেউ অর্থপ্রাপ্তির দ্বারা বেহাল ভাগ্যের হাল ফেরান। সম্পূর্ণটাই নির্ভর করে নির্দিষ্ট সময়ে আপনার কপালে প্রাপ্তিযোগ রয়েছে কি না তার উপর। তাই মন চাইলেই লটারি কেটে ফেলা উচিত নয়। লটারির টিকিট কাটার আগে যাচাই করে নেওয়া উচিত ভাগ্যে প্রাপ্তিযোগ আদৌ রয়েছে কি না।
advertisement
2/15
সে ক্ষেত্রে আপনাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, জুলাই মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ ২৭ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে দেখে নেওয়া যাক।
advertisement
3/15
মেষ– জুলাইয়ের শেষে এসে মেষের ভাগ্যে লটারির ক্ষেত্রে বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না। মন চাইলে সপ্তাহের শেষে এক বার চেষ্টা করে দেখতে পারেন। তবে বেশি অঙ্কের লটারি কাটা উচিত হবে না।
advertisement
4/15
বৃষ– লটারি কাটার ইচ্ছা থাকলে বৃষ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারি কেটে ফেলতে পারেন। দারুণ অর্থলাভের যোগ দেখা যাচ্ছে। ভাগ্য বদলে যেতে পারে।
advertisement
5/15
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে অর্থপ্রাপ্তির থেকে খরচ বেশি। তাই যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে। লটারির দিকে না এগোনোই ভাল হবে।
advertisement
6/15
কর্কট– জুলাইয়ের শেষ সপ্তাহে কর্কট রাশির ভাগ্যে আয়ের যোগ দেখা যাচ্ছে। তবে বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। অল্প অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
advertisement
7/15
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে খুব বেশি অঙ্কের লটারি কাটা ঠিক হবে না। মন চাইলে কম অঙ্কের লটারি কাটতে পারেন।
advertisement
8/15
কন্যা– লটারির দিক দিয়ে কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা খুব একটা ভাল নয়। লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
advertisement
9/15
তুলা– তুলা রাশির জন্য সপ্তাহের মধ্যভাগটা বেশ ভাল রয়েছে। লটারি কাটার হলে সেই সময়েই কাটতে পারেন। তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
advertisement
10/15
বৃশ্চিক– জুলাইয়ের শেষ সপ্তাহে বৃশ্চিক রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নয়। মন চাইলে এক বার লটারি কেটে ভাগ্য যাচাই করে দেখতে পারেন।
advertisement
11/15
ধনু– এই সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকাদের লটারির দিকে না এগোনোই ভাল হবে। বিশেষ প্রাপ্তিযোগ নেই। আয়ের বদলে ব্যয় হতে পারে।
advertisement
12/15
মকর– মকর রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।
advertisement
13/15
কুম্ভ– জুলাইয়ের শেষ সপ্তাহের শেষের দিকটা কুম্ভ রাশির জন্য বেশ শুভ। লটারি কাটার হলে সেই সময় কাটতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই বুদ্ধির কাজ হবে।
advertisement
14/15
মীন– এই সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের লটারিতে খুব বেশি ঝোঁক না দেখানোই ভাল হবে।
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
হাতে আর মাত্র কিছুদিন, জুলাইয়ের শেষ সপ্তাহে লটারি ভাগ্যে কপাল খুলবে কোন দুই রাশির? কাদের পুড়বে কপাল?