Jaya Ekadashi 2025 Date Time & Rituals: আসছে জয়া একাদশী! কোন দেবতাকে কোন ফুল নিবেদনে শ্রেষ্ঠ পুণ্য পাবেন? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Jaya Ekadashi 2025 Date Time & Rituals:এ বছর জয়া একাদশীর তিথি, ব্রতভঙ্গের সময়, মাহাত্ম্য ও শুভ যোগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
advertisement
1/8

জয়া একাদশীর দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত পাপ দূর হয়। আগামী ৮ ফেব্রুয়ারি পালিত হবে জয়া একাদশী। এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পূজার্চনা করা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি জয়া একাদশী নামে পরিচিত।
advertisement
2/8
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, মনে করা হয় এই একাদশীতে নারায়ণের পুজো করলে জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। পাশাপাশি ব্যক্তি সমস্ত কাজে জয়ী হয়, সাফল্য লাভের পথ প্রশস্ত হয়। এই উপবাসে কিছু কাজ অবশ্যপালনীয়। তা না-হলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না। এ বছর জয়া একাদশীর তিথি, ব্রতভঙ্গের সময়, মাহাত্ম্য ও শুভ যোগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
advertisement
3/8
চলছে মাঘ মাস। হিন্দু ধর্ম অনুযায়ী মাঘ মাসটি ধর্মীয় কাজের জন্য খুব ভাল বলে বিবেচিত হয়। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী তিথি গুরুত্বপূর্ণ। হিন্দু ও জৈন ধর্ম একাদশী তিথি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতি মাসের কৃষ্ণ পক্ষ ও শুক্ল পক্ষে একটি করে একাদশী থাকে। অর্থাত্‍ প্রতি মাসে দুটি করে একদশী পালিত হয়।
advertisement
4/8
জয়া একাদশী ব্রতঃ আগামী ৮ ফেব্রুয়ারি, শনিবার জয়া একাদশী পালিত হবে। মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি রাত ৯টা ২৬ মিনটে এবং ৮ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটে এই একাদশী তিথিত সমাপ্ত হবে। তাই উদয়া তিথি অনুযায়ী ৮ ফেব্রুয়ারি এই ব্রত পালন করা হবে। ৯ ফেব্রুয়ারি সকাল ৭টা ৪ মিনিট থেকে ৯টা ১৭ মিনিটের মধ্যে ব্রতভঙ্গ করা যাবে। পারণের পর দান করা অত্যন্ত শুভ ফলদায়ী। এর দ্বারা পুণ্য বৃদ্ধি হয়।
advertisement
5/8
জয়া একাদশীর শুভক্ষণঃ ব্রহ্ম মুহূর্ত: সকাল ৫টা ২১ মিনিট থেকে ৬টা ১৩ মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত: দুপুর ২টো ২৬ মিনিট থেকে ৩টে ১০ মিনিট পর্যন্ত। গোধুলি মুহূর্ত: সন্ধ্যা ৬টা ৩ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত। নিশিথ মুহূর্ত: রাত ১২টা ৯ মিনিট থেকে ১টা ১ মিনিট পর্যন্ত।
advertisement
6/8
জয়া একাদশীর মাহাত্ম্যঃ এই তিথিতে বিষ্ণুর মাধব রূপের পুজো করা হয়। এই তিথিতে ব্রত পালন করলে ব্যক্তি পাপ থেকে মুক্তি পায় ও তাঁদের পূর্ব পুরুষরা মোক্ষ লাভ করে থাকেন। এর পাশাপাশি ভক্তদের ধর্মীয় পথে চলতে ও সুখী জীবন প্রদান করে থাকে এই ব্রত। বিশেষত ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি প্রদানের জন্য এই ব্রত অত্যন্ত প্রভাবশালী।
advertisement
7/8
এই উপবাস সম্পর্কে ভগবান শ্রী কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এই উপবাস পালন করলে মারাত্মক পাপও দূর হয়, কেউ কখনও পিশাচ, ভূত বা প্রেত রূপে জন্ম নেয় না, পুরাণে এর গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে।
advertisement
8/8
জয়া একাদশীতে কী খাবেন, কী খাবেন না? জয়া একাদশীতে খাওয়া-দাওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে, যা পালন করা অত্যন্ত জরুরি। এই একাদশী ব্রতর সুফল পেতে হলে এই নিয়ম মেনে চলা আবশ্যক। এই তিথিতে লাল আলু, কুট্টুর আটার রুটি, দুধ, দই, ফল খেতে পারেন। নারায়ণকে পঞ্চামৃতর ভোগ নিবেদন করুন। তার পর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করুন। জয়া একাদশী ব্রতর সময় বাইরের মিষ্টি ও খাওয়ার-দাওয়ার খাবেন না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Jaya Ekadashi 2025 Date Time & Rituals: আসছে জয়া একাদশী! কোন দেবতাকে কোন ফুল নিবেদনে শ্রেষ্ঠ পুণ্য পাবেন? জানুন