Astrology: বুধের নক্ষত্রে দেবগুরুর গোচর! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, সোনায় মুড়বে কপাল, চড়বেন সাফল্যের সিঁড়ি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Guru gochar Rashifal: আগামী অগাস্ট মাসে বুধের নক্ষত্রে গুরু বৃহস্পতির গোচর করতে চলেছে৷ পুষ্য নক্ষত্র থেকে বেরিয়ে গুরু বুধের অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন।
advertisement
1/7

২০২৬ সাল জুড়ে গোচর করবে একাধিক নক্ষত্র৷ স্থান পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতিও৷ বৃহস্পতির মতো শক্তিশালী গ্রহের স্থান পরিবর্তনের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও ব্যক্তির ভাগ্যে বৃহস্পতির উদয় হলে কপাল খুলে যায় তাঁর৷
advertisement
2/7
আগামী অগাস্ট মাসে বুধের নক্ষত্রে গুরু বৃহস্পতির গোচর করতে চলেছে৷ পুষ্য নক্ষত্র থেকে বেরিয়ে গুরু বুধের অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন। তবে বর্তমানে গুরু পুনর্বসু নক্ষত্রে ১৮ জুন পর্যন্ত গোচররত রয়েছেন।
advertisement
3/7
গুরু বৃহস্পতি ১৯ আগস্ট ২০২৬, বুধবার ভোর ০৩:৩৭ মিনিটে আশ্লেষা নক্ষত্রে গোচর করবেন। এই গোচরের প্রভাব ১২ টি রাশির উপর পড়লেও সবচেয়ে বেশি লাভবান হবে ৪ টি রাশির জাতক জাতিকারা৷
advertisement
4/7
কন্যা রাশি: বৃহস্পতির গোচর বিশেষভাবে লাভবান হতে চলেছে৷ তাদের জীবনে সুখের আগমন ঘটবে এবং আয়ে হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আর্থিক অবস্থা মজবুত হবে। পুরনো ইচ্ছাগুলি পূরণ হবে। গাড়ি কেনার সুযোগ আসতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে আরও গভীরতা আসবে।
advertisement
5/7
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির নক্ষত্র গোচর অনেক ক্ষেত্রেই শুভ ফল প্রদান করবে। ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে বড় সাফল্য পেতে পারে। এই সময়ে জাতকরা নিজেদেরকে চনমনে ও কর্মচঞ্চল অনুভব করবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং এতে পরিবারের পূর্ণ সহযোগিতা মিলবে। ভাগ্যের সম্পূর্ণ সহায়তা লাভ করবেন৷
advertisement
6/7
ধনু রাশি: দেবগুরু বৃহস্পতির অশ্লেষা নক্ষত্রে প্রবেশের ফলে ধনু রাশির জাতক জাতিকারা বিশেষভাবে উপকৃত হবেন৷ অফিসের রাজনীতি থেকে স্বস্তি মিলবে। ব্যবসার ক্ষেত্রে বড় মুনাফা হতে পারে। জীবনের বড় সমস্যাগুলোর সমাধান পাওয়া যাবে। পুরনো পরিকল্পনায় কাজ করলে সাফল্য আসতে পারে। বিবাহের যোগও তৈরি হতে পারে।
advertisement
7/7
মীন রাশি: বৃহস্পতির আশ্লেষা নক্ষত্রে গোচর অত্যন্ত শুভ ফল দিতে পারে মীন রাশির জাতক জাতিকাদের৷ আয়ের উৎস বৃদ্ধি পাবে। নতুন ব্যবসা শুরু করার জন্য এটি অনুকূল সময় হতে পারে। নতুন বছরে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাওয়া যাবে। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে এবং স্বাস্থ্যের পেছনে খরচ কমবে। জাতকরা আত্মবিশ্বাসের সঙ্গে বড় সিদ্ধান্ত নিতে পারবেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: বুধের নক্ষত্রে দেবগুরুর গোচর! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, সোনায় মুড়বে কপাল, চড়বেন সাফল্যের সিঁড়ি