Janmashtami 2025 Date & Time: জন্মাষ্টমী কবে? ১৫, ১৬ নাকি ১৭ অগাস্ট? কোন দিন কত ক্ষণ আছে এই পুণ্যতিথি? জানুন কোন পঞ্জিকা কী বলছে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Janmashtami 2025 Date & Time: কখন,কবে পুজো শুরু হবে, সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয়৷ ১৫, ১৬ নাকি ১৭ অগাস্ট?-এই ৩ দিনের মধ্যে কবে পূজিত হবেন নাড়ুগোপাল? ভক্তরা দ্বিধা বিভক্ত
advertisement
1/6

একেই এ বার জন্মাষ্টমী পড়েছে শ্রাবণ মাসে৷ তার উপর কখন,কবে পুজো শুরু হবে, সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয়৷ ১৫, ১৬ নাকি ১৭ অগাস্ট?-এই ৩ দিনের মধ্যে কবে পূজিত হবেন নাড়ুগোপাল? ভক্তরা দ্বিধা বিভক্ত৷ ভক্তদের চিন্তা দূর করেছেন জ্যোতিষশাস্ত্রে বিশেষজ্ঞ পণ্ডিত কল্কি রাম৷ তিনি জানিয়েছেন কবে জন্মাষ্টমী ব্রত পালন করা শুভ৷
advertisement
2/6
সাধারণত ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথির মধ্যরাতে পালিত হয় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি৷ কিন্তু এ বার পালিত হচ্ছে শ্রাবণ মাসে৷ চান্দ্রমাস ও সৌরমাসের গণনায় কিছু পার্থক্য থাকে৷ এ বছর চান্দ্র মাসের ভাদ্রপদা মাসের অষ্টমী তিথি পড়েছে সৌরমাসের শ্রাবণে৷ তাই শ্রাবণ মাসেই পালিত হচ্ছে এই পার্বণ৷ এছাড়া রোহিণী নক্ষত্র এবং বৃষরাশিতে চন্দ্রের অবস্থানও গুরুত্বপূর্ণ জন্মাষ্টমী উৎসব পালনের ক্ষেত্রে৷
advertisement
3/6
দৃক সিদ্ধান্ত বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ১৫ অগাস্ট, শুক্রবার রাত ১১.৫১ মিনিটে৷ এই পুণ্যতিথি থাকবে ১৬ অগাস্ট, শনিবার রাত ৯.৩৫ মিনিট পর্যন্ত৷ সেক্ষেত্রে উদয় তিথি অনুযায়ী জন্মাষ্টমী পালিত হবে শনিবার, ১৬ অগাস্ট৷ গুপ্ত প্রেস বা বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা মতে জন্মাষ্টমী শুরু হবে শুক্রবার রাত ১.১৬ মিনিটে৷ থাকবে শনিবার রাত ১০.৪৮ মিনিট পর্যন্ত৷
advertisement
4/6
অর্থাৎ দুই পঞ্জিকা মতে উদয় তিথি অনুযায়ী জন্মাষ্টমী পড়েছে শনিবার৷ অর্থাৎ যেদিন সূর্যোদয়ের সময় যে তিথি থাকবে, সেদিন সেটিকে সেই তিথির দিন বলে ধরে নেওয়া হবে৷ তাই স্মার্ত ও গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে ১৬ অগাস্ট, শনিবার৷ সেদিনই পালিত হবে নিশিপূজা ও অন্যান্য রীতিনীতি৷
advertisement
5/6
আবার মিথিলা পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ১৬ অগাস্ট এবং ১৭ অগাস্টের সন্ধিক্ষণে রাত ৩.৩৩ মিনিটে৷ এই পুণ্যতিথি থাকবে ১৭ অগাস্ট এবং ১৮ অগাস্টের সন্ধিক্ষণে রাত ২.২৬ মিনিট পর্যন্ত৷ অর্থাৎ সেক্ষেত্রে উদয় তিথি মতে জন্মাষ্টমী পালিত হবে ১৭ অগাস্ট, রবিবার৷
advertisement
6/6
মিথিলা পঞ্জিকা মূলত অনুসরণ করা হয় বিহারে৷ বাংলার ঘরে ঘরে প্রচলিত বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত প্রেস৷ তাই এ বছর জন্মাষ্টমীর নির্ধারিত দিন ১৬ অগাস্ট, শনিবার৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Janmashtami 2025 Date & Time: জন্মাষ্টমী কবে? ১৫, ১৬ নাকি ১৭ অগাস্ট? কোন দিন কত ক্ষণ আছে এই পুণ্যতিথি? জানুন কোন পঞ্জিকা কী বলছে