Dos & Don'ts Janmashtami 2024: জন্মাষ্টমীর পুজো ঠিক কখন করবেন, ভুল সময়ে ব্রত ভাঙলে কিন্তু রক্ষা নেই, জেনে নিন কী কী করবেন আর কী করবেন না
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Janmashtami 2024: জন্মাষ্টমীতে ভুলেও করবেন না এই কাজ! নয়তো সব বিফলে যাবে!
advertisement
1/6

জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। কারণ বিশ্বাস করা হয়, তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া অশুভ বলে বিবেচিত হয়।
advertisement
2/6
এই দিন গরুকে অবহেলা করবেন না। ভগবান কৃষ্ণ গরুকে খুব ভালবাসতেন। ছোটোবেলায় তিনি গরুর সঙ্গেই খেলা করতেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এইদিন গরুর পুজো করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়।
advertisement
3/6
রসুন, পেঁয়াজ বা অন্য কোনও আমিষ জাতীয় খাবার জন্মাষ্টমীর দিনে খাওয়া বা বাড়িতে আনা উচিত নয়। এমনকি মাছ-মাংস এবং অ্যালকোহল বা মদও বাড়িতে আনা উচিত নয়।
advertisement
4/6
কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে কাউকে অসম্মান করা অপরাধ। ধনী বা গরিব সব ভক্তই তাঁর কাছে সমান। এইদিন কোনও দরিদ্র ব্যক্তিকে অপমান করলে ভগবান শ্রী কৃষ্ণ অসন্তুষ্ট হতে পারেন।
advertisement
5/6
যারা এই দিনে ব্রত পালন করে থাকেন, তাঁদের রাত ১২টার আগে ব্রত ভঙ্গ করা উচিত নয়। তার আগে ব্রত ভাঙলে পুজোর ফল পাওয়া যায় না এবং ব্রতও অসম্পূর্ণ বলে মনে করা হয়।
advertisement
6/6
জন্মাষ্টমীর দিনে গাছ কাটাও অশুভ বলে বিবেচিত হয়। শ্রীকৃষ্ণ সবকিছুর মধ্যে বসবাস করেন। বরং সম্ভব হলে এই দিনে বেশি গাছ লাগাতে হবে। এতে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dos & Don'ts Janmashtami 2024: জন্মাষ্টমীর পুজো ঠিক কখন করবেন, ভুল সময়ে ব্রত ভাঙলে কিন্তু রক্ষা নেই, জেনে নিন কী কী করবেন আর কী করবেন না