TRENDING:

Jamaisashthi Rituals 2024: মেয়ে-জামাইয়ের মঙ্গল চান? এভাবে সাজান জামাইষষ্ঠীর পুজোর ডালা! অবশ্যই রাখুন এই ফলের ছড়া! জানুন নিয়ম

Last Updated:
Jamaisashthi Rituals 2024: প্রত্যেক ষষ্ঠীতেই সন্তানের মঙ্গলকামনা করেন মায়েরা। জামাইষষ্ঠী ব্রতপালনের দিন জামাইয়ের জন্য পুজো ও মঙ্গলকামনা করেন শাশুড়িমায়েরা। যে কোনও ষষ্ঠীপুজোয় গুরুত্বপূর্ণ হল পুজোর ডালি সাজিয়ে তোলা। অরণ্যষষ্ঠীতে পুজোর ডালায় কাঁঠালপাতার উপর সাজিয়ে দিন বিজোড় সংখ্যক ৫,৭ বা ৯ রকম মরশুমি ফল।
advertisement
1/9
মেয়ে-জামাইয়ের মঙ্গল চান? জামাইষষ্ঠীর পুজোর ডালায় রাখুন এই ফল! জানুন নিয়ম
বাঙালি বাড়িতে ১২ মাসে ১৩ ষষ্ঠী। এর মধ্যে জ্যৈষ্ঠমাসে পালিত হয় অরণ্যষষ্ঠী। এই ব্রত বেশি প্রচলিত জামাইষষ্ঠী নামে।
advertisement
2/9
প্রত্যেক ষষ্ঠীতেই সন্তানের মঙ্গলকামনা করেন মায়েরা। জামাইষষ্ঠী ব্রতপালনের দিন জামাইয়ের জন্য পুজো ও মঙ্গলকামনা করেন শাশুড়িমায়েরা।
advertisement
3/9
যে কোনও ষষ্ঠীপুজোয় গুরুত্বপূর্ণ হল পুজোর ডালি সাজিয়ে তোলা। অরণ্যষষ্ঠীতে পুজোর ডালায় কাঁঠালপাতার উপর সাজিয়ে দিন বিজোড় সংখ্যক ৫,৭ বা ৯ রকম মরশুমি ফল। বলছেন পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
advertisement
4/9
এই ফলের মধ্যে একটি হতেই হবে একছড়া করমচা। এবং ১০৮ গাছা দূর্বাঘাস।
advertisement
5/9
জামাইষষ্ঠীর দিন ভোরে স্নান সেরে নিন শাশুড়ি মায়েরা। তার পর ঘটস্থাপন করুন। ঘটে দিন সিঁদুর লাগানো আম্রপল্লব। আমের পাতা থাকতে হবে বিজোড় সংখ্যায়।
advertisement
6/9
সঙ্গে রাখুন জামাইষষ্ঠীর অপরিহার্য উপকরণ তালপাতার পাখা। একটি সুতোয় সরষের তেল ও হলুদ লাগিয়ে তাতে ফুল বেলপাতা বেঁধে দিন।
advertisement
7/9
সেই সুতো মেয়ে, জামাই ও নাতি নাতনিদের হাতে বেঁধে দেন শাশুড়িমা। মেয়েদের বাঁ হাতে এবং ছেলেদের ডানহাতে বাঁধা হয়।
advertisement
8/9
তার আগে এই পুজোর থালি পুজো দেওয়া হয় মা ষষ্ঠীর থানে। তার পর ব্রতকথা পাঠ, হাতে সুতো বাঁধা হয়। তালপাতার পাখায় ভেজা দূর্বাঘাস নিয়ে বাতাস করা হয় মঙ্গলকামনায়।
advertisement
9/9
এর পর শাশুড়িমায়ের উপবাস ভঙ্গের পালা সাত্তিক আহারে। পাশাপাশি কব্জি ডুবিয়ে ভূরিভোজও অন্যতম অঙ্গ এই পার্বণের। ( সব ছবি: নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Jamaisashthi Rituals 2024: মেয়ে-জামাইয়ের মঙ্গল চান? এভাবে সাজান জামাইষষ্ঠীর পুজোর ডালা! অবশ্যই রাখুন এই ফলের ছড়া! জানুন নিয়ম
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল