TRENDING:

Jamai Sasthi 2024: কেন পালিত হয় জামাইষষ্ঠী? জামাই ছাড়াও কি হয় এই ষষ্ঠীর উপাচার?

Last Updated:
Jamai Sasthi Real Reason: জামাইষষ্ঠী শুধু জামাইয়ে বসিয়ে, আদর-যত্নে নানা পদ খাওয়ানো নয়, এর পিছনে রয়েছে অনেক নিয়মকানুন৷ বিভিন্ন আচর পালনের মাধ্যমে হয় আসল জামাইষষ্ঠী৷
advertisement
1/6
কেন পালিত হয় জামাইষষ্ঠী? জামাই ছাড়াও কি হয় এই ষষ্ঠীর উপাচার?
Jamai Sasthi 2024 Date- Rituals: আসছে জামাইষষ্ঠী৷ ষষ্ঠীর রীতি পালনে বাঙালি বারাবরই এগিয়ে৷ আর কথায় আছে জামাই আদর৷৷ ফলে জামাইষষ্ঠীর এই নিয়মে যেন একটু বেশিই আয়োজন৷ জামাইষষ্ঠী শুধু জামাইয়ে বসিয়ে, আদর-যত্নে নানা পদ খাওয়ানো নয়, এর পিছনে রয়েছে অনেক নিয়মকানুন৷ বিভিন্ন আচর পালনের মাধ্যমে হয় আসল জামাইষষ্ঠী৷
advertisement
2/6
জামাই নতুন হোক বা পুরনো, এই বিশেষ দিনে জামাইদের আপ্যায়নই আলাদা থাকে৷ আর সব নিয়ম পালন করতে হয় শাশুড়ি মায়েদের৷ সন্তানের মঙ্গলকামনায় বিশেষ আচার পালন করে থাকেন শাশুড়িরা৷
advertisement
3/6
এই বিশেষ ষষ্ঠীপুজো পিছনে রয়েছে এক গল্প৷ মা ষষ্ঠীকে কীভাবে তুষ্ট করেন বাড়ির মায়েরা, সেই নিয়ে রয়েছে এক প্রচলিত কাহিনি৷ সেই সঙ্গে এই দিনে জামাইয়ের সঙ্গে মেয়ে বাপের বাড়িতে যায়, তাঁর মা-বাবার সঙ্গে দেখা করতে, এবং সেই থেকেই একে জামাইষষ্ঠী বলা হয়৷
advertisement
4/6
তবে এত ধুমধামের মধ্যে আসল ষষ্ঠীব্রতের প্রচার আড়ালে রয়ে গিয়েছে৷ পূর্ব এবং পশ্চিম বাংলায় বছরের বিভিন্ন সময় একাধিক ষষ্ঠীপুজোর রীতি রয়েছে৷ এই জামাইষষ্ঠীর আসল নাম অরণ্যষষ্ঠী৷ যুগ যুগ ধরে সংসার-সন্তানের মঙ্গলকামনায় পালন করা হয় এই ষষ্ঠীর নিয়ম৷
advertisement
5/6
১২ জুন, বুধবার পড়েছে এ বছরের এবছর জামাইষষ্ঠীর সূচি৷ ১১ জুন সন্ধ্যা ৫.৫৮  মিনিট থেকে ১২ জুন রাত ৭.২৪ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী পুজোর সময়।
advertisement
6/6
এই দিনে জামাইকে আদর করে নানা পদ খাওয়ানোর রীতি রয়েছে৷ মাছ-মাংস যেমন থাকে তেমনই বাঙালির মিষ্টি বাদ যায় না৷ একই সঙ্গে মরশুমি ফল যেমন আম-জাম-কাঁঠাল-লিচুও দেওয়া হয় জামাইয়ের পাতে৷ এই ষষ্ঠীর নিয়ম মেনে গোটা পরিবার একত্রিত হয় এবং সকলে মিলে একটা দিন কাটানো হয়৷ ফলে একপ্রকার উৎসবে পরিণত হয়েছে এই বিশেষ দিন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Jamai Sasthi 2024: কেন পালিত হয় জামাইষষ্ঠী? জামাই ছাড়াও কি হয় এই ষষ্ঠীর উপাচার?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল