TRENDING:

Jagannath Dev Snanyatra 2025: জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানযাত্রা কবে? রথযাত্রা কবে? জানুন দিন ক্ষণ এবং পুণ্যতিথি

Last Updated:
Jagannath Dev Snanyatra 2025:এই পুণ্যতিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা৷ নীলাচল পুরী এবং অন্যান্য জগন্নাথ মন্দিরে পালিত হয় এই রীতি৷ পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ বাইরে এনে স্নান মণ্ডপে স্থাপন করা হয়
advertisement
1/6
জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানযাত্রা কবে? রথযাত্রা কবে? জানুন দিনক্ষণ ও পুণ্যতিথি
চলছে জ্যৈষ্ঠ মাস৷ কথিত, এই মাসেই গঙ্গাকে স্বর্গ থেকে মর্ত্যে এনেছিলেন ভগীরথ৷ পবিত্র এই মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা৷
advertisement
2/6
এ বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি পড়েছে ১০ জুন এবং ১১ জুন৷ পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু হবে মঙ্গলবার ১০ জুন, সকাল ১১.৩৫ মিনিটে৷ জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি থাকবে বুধবার ১১ জুন, দুপুর ১.১৩ পর্যন্ত সূর্যোদয়ের তিথি অনুযায়ী বুধবারই পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি৷
advertisement
3/6
এই পুণ্যতিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা৷ নীলাচল পুরী এবং অন্যান্য জগন্নাথ মন্দিরে পালিত হয় এই রীতি৷ পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ বাইরে এনে স্নান মণ্ডপে স্থাপন করা হয়৷ তার পর ১০৮ পবিত্র কলসের জলে আনুষ্ঠানিক ভাবে স্নান করানো হয় বিগ্রহদের৷
advertisement
4/6
স্নানের পর, দেবতাদের হাতির পোশাক ( হাতিবেশা ) পরানো হয়, যা তাদের ঐশ্বরিক এবং মহিমান্বিত রূপের প্রতীক। ভক্তদের জন্য এটি একটি বিরল এবং মনোমুগ্ধকর দৃশ্য। হাজার হাজার ভক্ত সমবেত হন জগন্নাথদেবের স্নানযাত্রা দর্শনের জন্য৷
advertisement
5/6
স্নানযাত্রার পর, দেবতারা ‘অনাসরা’ নামক একান্ত সময়কালে প্রবেশ করেন , এই সময়কালে তারা মহাস্নানের প্রভাব থেকে আরোগ্য লাভ করেন বলে বিশ্বাস করা হয়। এ সময় জগন্নাথ মন্দিরে দেবদর্শন বন্ধ থাকে৷
advertisement
6/6
এর পর ফের জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ ফের দর্শনার্থীদের সামনে আসে আষাঢ় মাসে রথযাত্রা পার্বণে৷ এ বছর রথযাত্রা পালিত হবে শুক্রবার,২৭ জুন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Jagannath Dev Snanyatra 2025: জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানযাত্রা কবে? রথযাত্রা কবে? জানুন দিন ক্ষণ এবং পুণ্যতিথি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল