Jagaddhatri Puja Dashami Date Timing Rituals: আজ জগদ্ধাত্রী পুজোর দশমী! কতক্ষণ এই পুণ্যতিথি? সিঁদুর দিয়ে এই টোটকাতেই দূর অভাব, উছলে পড়বে টাকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Jagaddhatri Puja Dashami Date Timing Rituals:জগদ্ধাত্রী পুজোর নবমী তিথিই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ৷ তবে দশমী তিথির জন্যেও পালনীয় কিছু রীতি নীতি আছে৷ প্রচলিত বিশ্বাস সেগুলি পালন করলেই সংসারে বর্ষিত হবে অর্থ এবং সুখশান্তি
advertisement
1/7

দেখতে দেখতে চলে এল জগদ্ধাত্রীপুজোর অবসান৷ আজ, সোমবার জগদ্ধাত্রীপুজোর দশমী৷ শেষ হবে আরও একটি উৎসবের মরশুম৷
advertisement
2/7
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সোমবার দশমী তিথি আছে সন্ধ্যা ৬.৪৭ পর্যন্ত৷ অন্য পঞ্জিকা মতে দশমী তিথি এদিন থাকছে দুপুর ২.৩০ পর্যন্ত৷
advertisement
3/7
চন্দননগরে ষষ্ঠী থেকে শুরু হয় জগদ্ধাত্রী পুজোর উৎসব৷ অনেক জায়গায় শুধু নবমীতেই আয়োজন করা হয় সম্পূর্ণ পুজোর৷ চন্দননগর,ভদ্রেশ্বর, রিষড়া-সহ হুগলির বিভিন্ন অংশে জমকালো আয়োজন হয় জগদ্ধাত্রী পুজোর৷ কৃষ্ণনগরেও দেবীর পুজো বহু প্রাচীন৷
advertisement
4/7
জগদ্ধাত্রী পুজোর নবমী তিথিই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ৷ তবে দশমী তিথির জন্যেও পালনীয় কিছু রীতি নীতি আছে৷ প্রচলিত বিশ্বাস সেগুলি পালন করলেই সংসারে বর্ষিত হবে অর্থ এবং সুখশান্তি৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
5/7
জগদ্ধাত্রী পুজোর দশমী তিথিতেও অনেকে উপবাস পালন করেন৷ পুজো সমাপনে সাত্তিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন৷
advertisement
6/7
এই তিথিতে চুল এবং নখ কাটবেন না৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷
advertisement
7/7
নতুন সিঁদুরের কৌটো পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে নিন। তার পর সেখান থেকে মায়ের চরণে কিছুটা সিঁদুর দিন। বাকিটা তুলে রাখুন। এতে সংসারের শুভ ও মঙ্গল হয় বলেই বিশ্বাস৷ আর্থিক অভাব থাকে না৷ উছলে পড়ে শ্রী সম্পদ ও সৌভাগ্য৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Jagaddhatri Puja Dashami Date Timing Rituals: আজ জগদ্ধাত্রী পুজোর দশমী! কতক্ষণ এই পুণ্যতিথি? সিঁদুর দিয়ে এই টোটকাতেই দূর অভাব, উছলে পড়বে টাকা