TRENDING:

Jagaddhatri Puja 2024 Date and Time: চলেই এল এ বছরের জগদ্ধাত্রী পুজো! পরের মাসে কবে এই উ‍ৎসব? জানুন দিনক্ষণ

Last Updated:
Jagaddhatri Puja 2024 Date and Time: আশ্বিনমাসের শুক্লাপক্ষে পালিত হয় দুর্গাপুজো। কার্তিক মাসের শুক্লাপক্ষে পূজিত হন দেবী জগদ্ধাত্রী। চন্দননগর, ভদ্রেশ্বর, রিষড়া-সহ হুগলির নানা জায়গা এবং নদিয়ার কৃষ্ণনগরে খুবই জাঁকজমক-সহ জগদ্ধাত্রীদেবীর পুজো হয়।
advertisement
1/7
চলেই এল এ বছরের জগদ্ধাত্রী পুজো! পরের মাসে কবে এই উ‍ৎসব? জানুন দিনক্ষণ
দুর্গাপুজো শেষ হওয়া মানেই জগদ্ধাত্রীপুজোর কাউন্টডাউন শুরু। দুর্গাপুজোর ঠিক এক মাস পর শুরু এই পার্বণ ও পুজো।
advertisement
2/7
আশ্বিনমাসের শুক্লাপক্ষে পালিত হয় দুর্গাপুজো। কার্তিক মাসের শুক্লাপক্ষে পূজিত হন দেবী জগদ্ধাত্রী।
advertisement
3/7
চন্দননগর, ভদ্রেশ্বর, রিষড়া-সহ হুগলির নানা জায়গা এবং নদিয়ার কৃষ্ণনগরে খুবই জাঁকজমক-সহ জগদ্ধাত্রীদেবীর পুজো হয়।
advertisement
4/7
এ বছর জগদ্ধাত্রীপুজোর ষষ্ঠী পড়েছে ৭ নভেম্বর। সপ্তমী এবং অষ্টমী পালিত হবে যথাক্রমে ৮ এবং ৯ নভেম্বর।
advertisement
5/7
জগদ্ধাত্রীপুজোর মূল পুজো অনুষ্ঠিত হয় নবমী তিথিতে। এ বছর জগদ্ধাত্রীপুজোর নবমী তিথি পড়েছে ১০ নভেম্বর।
advertisement
6/7
জগদ্ধাত্রী পুজোর দশমী পড়েছে ১১ নভেম্বর। কিছু জায়গায় ষষ্ঠী থেকে শুরু করে তিথি অনুযায়ী জগদ্ধাত্রী পুজো হয়।
advertisement
7/7
আবার কিছু জায়গায় শুধুমাত্র নবমী তিথিতে বাকি সব তিথির পুজো একসঙ্গে পালিত হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Jagaddhatri Puja 2024 Date and Time: চলেই এল এ বছরের জগদ্ধাত্রী পুজো! পরের মাসে কবে এই উ‍ৎসব? জানুন দিনক্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল