Indian Spices Vastu Tips: চেনা এই মশলাগুলি রান্নাঘরে রাখুন এই ভাবে! অর্থবৃষ্টিতে সংসারে উপচে পড়বে টাকা! টের পাবেন না অভাব
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Indian Spices Vastu Tips: রান্নাঘরে কোন জিনিস কীভাবে রাখবেন, তার উপর নির্ভর করছে সংসারের আর্থিক হাল কীরকম থাকবে। প্রাচীন সংস্কৃতি অনুযায়ী ভারতীয় মশলার গুণে সংসারে আসবে ধনসম্পদ এবং অর্থ। যদি মশলাগুলি রান্নাঘরে রাখা যায় সঠিক নিয়মে।
advertisement
1/8

স্বাদবৃদ্ধি, ভেষজ গুণের পাশাপাশি ভারতীয় মশলার আরও একাধিক বৈশিষ্ট্য আছে। জ্যোতিষ বিশারদদের মতে এবং প্রাচীন সংস্কৃতি অনুযায়ী ভারতীয় মশলার গুণে সংসারে আসবে ধনসম্পদ এবং অর্থ। যদি মশলাগুলি রান্নাঘরে রাখা যায় সঠিক নিয়মে।
advertisement
2/8
রান্নাঘরে কোন জিনিস কীভাবে রাখবেন, তার উপর নির্ভর করছে সংসারের আর্থিক হাল কীরকম থাকবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় ওঝা।
advertisement
3/8
ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিতে চাল খুবই শুভ ও পবিত্র। সংসারে প্রাচুর্য ও সমৃদ্ধির প্রতীক চাল। চাল এবং দুধে তৈরি পায়েস বা পরমান্ন যে কোনও পার্বণে খুবই শুভ। রান্নাঘরে একটি পাত্রে কিছু চাল সব সময় রেখে দিন। তাহলে সংসারে অর্থের অভাব হবে না।
advertisement
4/8
রান্নাঘরের কোণে কোণে ছড়িয়ে দিন দারচিনির গুঁড়ো। ওয়ালেটে রাখুন গোটা দারচিনি। আপনার আর্থিক উন্নতি ও সম্পত্তি বৃদ্ধি কেউ আটকাতে পারবে না। এই মশলা সাফল্যের প্রতীক।
advertisement
5/8
রান্নাঘরে কিছু তেজপাতা রাখুন শুদ্ধ ভাবে। এই পাতা রাখতে পারেন ওয়ালেটেও। সংসারে আর্থিক শ্রী ও সুস্থিতি বজায় থাকে।
advertisement
6/8
শুকনো তুলসিপাতা রাখুন রান্নাঘরে। তাহলে সংসার থেকে কুনজর দূর হয়ে উপচে পড়বে অর্থসুখ। অর্থনৈতিক উন্নতি বজায় থাকবে। আসবে না কোনও বাধা।
advertisement
7/8
রান্নাঘরে রাখুন শুকনো আদা। জীবনে উচ্চাশা পূর্ণ করে অর্থনৈতিক অভীষ্ট পূরণের পথ হবে মসৃণ। সংসারে অভাব থাকবে না।
advertisement
8/8
নুন সংরক্ষক হিসেবে খুবই উপকারী। রান্নাঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিন নুন। সংসার থেকে অশুভ শক্তি দূর করে আসে সমৃদ্ধি। পজিটিভ শক্তিকে ডেকে আনে নুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Indian Spices Vastu Tips: চেনা এই মশলাগুলি রান্নাঘরে রাখুন এই ভাবে! অর্থবৃষ্টিতে সংসারে উপচে পড়বে টাকা! টের পাবেন না অভাব