IND vs NZ Astro Prediction: বনবন করে ঘুরছে ভাগ্যের চাকা, সেমিফাইনালে জ্যোতিষীর হিসেবে তুমুল ভাগ্য ভাল ‘এঁদের’
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IND vs NZ Astro Prediction: বুধবারে কার ভাগ্যে জয়লক্ষ্মী হাসবেন, রইল বৈদিক জ্যোতিষের হিসেবনিকেশ
advertisement
1/8

IND vs NZ Astro Prediction: ১৫ নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল৷ এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত কাপ জেতার প্রধানতম ফেভারিট৷ দলের ক্রিকেটারদের অলরাউন্ড পারফরম্যান্সে ভর দিয়ে তুখোড় খেল দেখাচ্ছে টিম ইন্ডিয়া৷ এদিকে জ্যোতিষ শাস্ত্র অনুসারে দারুণ ভাগ্য রয়েছে টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটারের৷ এদিকে সেমিফাইনালে নিউজিল্যান্ডের ভাগ্য কেমন হবে সেটাও একটা বড় প্রশ্ন৷
advertisement
2/8
একাধিক জ্যোতিষের মতে রোহিত শর্মার ভাগ্য ভারতীয় ক্রিকেটের জন্য স্টার৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিষাচার্য্য সুমিত বাজাজ জানিয়েছেন পক্ষ আহমেদাবাদে ফাইনাল খেলতে যাবে। তিনি আরও প্রকাশ করেছেন যে বুধবার টিম ইন্ডিয়া তাদের সেমিফাইনাল ম্যাচে 'প্রথমে বোলিং' বেছে নেবে। Photo- AP
advertisement
3/8
তাঁর মতে সেমিফাইনালে ভারত খেলবে তিনি যেরকম জানিয়েছিলেন ঠিক সেইরকমই তিনি নিশ্চিত গণনায় যা দেখা যাচ্ছে তাতে রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলবে ভারত৷ ভারতীয় ক্রিকেটারদের অনুকূলে রয়েছে তারকার পরিস্থিতি৷
advertisement
4/8
তাঁর গণনা অনুসারে , ভারত সম্ভবত প্রথমে বোলিং করবে এবং তারপর তাড়া করবে। ৪৭- ৪৮ ওভারের মধ্যে তারা নিউজিল্যান্ডের দেওয়া টার্গেট চেজ করে ফেলবে৷ নিউজিল্যান্ড এদিন নিজেদের ফর্মের ধারেকাছে থাকবে না নিউজিল্যান্ড৷ তারা খুব বেশি রানও খাড়া করতে পারবে না৷ ২৫০-২৭০ -র মতো টোটাল করতে পারেন৷ Photo- AP
advertisement
5/8
‘গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বিরাট কোহলি, শুভমান গিল ও রোহিত শর্মা’অধিনায়ক রোহিত এবং বিরাট কোহলি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-র প্রাথমিক পর্বে ভারতের হয়ে বিশাল স্কোর করেছেন এবং দুই ব্যাটসম্যানই ৫০০-র বেশি রান করেছেন। কোহলি লিগ পর্বের পর ৯ ম্যাচে ৯৯ গড়ে ৫৯৪ রান করে শীর্ষস্থানীয় রান সংগ্রহকারী। তাঁর খারাপ তারকার পরিস্থিতি কেটে ফের একবার তাঁর সৌভাগ্য জ্বলজ্বল করছে৷
advertisement
6/8
বিরাট কোহলি, শুভমান গিল এবং রোহিত শর্মা এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্যাপ্টেনের রাশিফল খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে, রোহিত শর্মা দলের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ফাইনালে কাপ তুলতে সাহায্য করবে। Photo- AP
advertisement
7/8
তার বয়স ৩৭ বছর, সুনির্দিষ্টভাবে বলতে গেলে ৩৬.৫ বছর এবং এই সময় এবং পর্যায়টি রোহিত শর্মার পক্ষে টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব অনুকূল। বিরাট কোহলি এই মুহূর্তে তার শীর্ষে রয়েছে৷
advertisement
8/8
রচিন রবীন্দ্র ভাল পারফরম্যান্সনিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রচিন রবীন্দ্র ভারতের বিপক্ষে সেমিফাইনালে ভালো পারফর্ম নাও করতে পারেন। রবীন্দ্র ২০২৩ বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ৯ ম্যাচে ৩ সেঞ্চুরি এবং ২ অর্ধশতকের সঙ্গে ৫৬৫ রান রয়েছে তার নামে৷ পাশাপাশি নিউজিল্যান্ডকে মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ের পারফরম্যান্স নিয়েও চিন্তায় থাকতে হবে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
IND vs NZ Astro Prediction: বনবন করে ঘুরছে ভাগ্যের চাকা, সেমিফাইনালে জ্যোতিষীর হিসেবে তুমুল ভাগ্য ভাল ‘এঁদের’