Numerology Suggestion: আপনার মূলাঙ্ক ৯ হলে সাজানো রয়েছে সৌভাগ্যের ডালি! কী ভাবে নির্ণয় করবেন জেনে নিন বিস্তারিত!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
কোনও মানুষের জন্মের মূলাঙ্ক কত এবং তার কী প্রভাব পড়তে পারে জাতক বা জাতিকার জীবনে, তা নির্ধারণ করে দিতে পারে সংখ্যাতত্ত্ব।
advertisement
1/9

মানুষের জীবনে সংখ্যার একটি বিশেষ গুরুত্ব রয়েছে বলে বিশ্বাস করা হয় সংখ্যাতত্ত্বে। কোনও মানুষের জন্মের মূলাঙ্ক কত এবং তার কী প্রভাব পড়তে পারে জাতক বা জাতিকার জীবনে, তা নির্ধারণ করে দিতে পারে সংখ্যাতত্ত্ব। জেনে নেওয়া যাক বিস্তারিত!
advertisement
2/9
বিহারের পূর্ণিয়া জেলার পণ্ডিত দয়ানাথ মিশ্র জানাচ্ছেন, কোনও ব্যক্তির জন্মের সময়, তারিখ, মাস এবং বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উপর ভিত্তি করেই এই সংক্রান্ত যাবতীয় তথ্য বের করা যাবে। জন্মের মূলাঙ্ক পেতে জন্ম তারিখগুলি একসঙ্গে যুক্ত করা হয়। সেই অনুযায়ী একটি বিশেষ সংখ্যা যদি হয় কারও মূলাঙ্ক, তবে তা সেরা হিসেবে বিবেচিত হতে পারে।
advertisement
3/9
পণ্ডিত দয়ানাথ মিশ্র বলেছেন, যাঁদের জন্মের মূলাঙ্ক ৯, তাঁরা সেরা এবং পরাক্রমশালী হিসেবে বিবেচিত হয়ে থাকেন। ৯ নম্বরের জাতক-জাতিকা সর্ব ক্ষেত্রে সেরা হন। এঁদের পতন প্রায় অসম্ভব।
advertisement
4/9
৯ সংখ্যাটি কখনও কারও কাছে ধার নেয় না, বরং এটি দাতা সংখ্যা। তাই মূলাঙ্ক যাঁদের ৯, তাঁরা সবচেয়ে ভাগ্যবান এবং প্রভাবশালী হয়ে থাকেন। তাঁরা গুরুত্বপূর্ণ। এঁরা কখনই মাথা নত করতে জানেন না।
advertisement
5/9
এঁরা সত্যবাদী, প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে জানেন। সমাজে এঁদের গুরুত্ব অনেক বেশি হয়। প্রায় বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এঁরা সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকেন।
advertisement
6/9
কী ভাবে জানা যাবে মূলাঙ্ক— পণ্ডিত দয়ানাথ মিশ্র বলেন, কোনও ব্যক্তি যে তারিখে জন্মগ্রহণ করেন তাঁর ইংরেজি তারিখ অনুসারে মূলাঙ্ক একই হয়। ধরা যাক, কেউ যদি মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে জন্মগ্রহণ করেন তবে তাঁর সংখ্যা হবে ১।
advertisement
7/9
একই ভাবে, যিনি মাসের ২, ১১, ২০ এবং ২৯ তারিখে জন্মগ্রহণ করেন, তাঁর সংখ্যা ২ হবে। সেই ভাবে যাঁরা ৯, ১৮, ২৭ তারিখে জন্মেছেন তাঁদের মূলাঙ্ক হবে ৯।
advertisement
8/9
আবার কোনও ব্যক্তির নাম থেকেও তাঁর মূলাঙ্ক বের করা যায়। পণ্ডিত দয়ানাথ মিশ্র বলেছেন, যদি কারও নাম রাম হয় তবে তাঁর মূলাঙ্ক নয় হবে।
advertisement
9/9
কারণ ‘রাম’-এর র হল হিন্দির ২৭ তম অক্ষর, আ-কার হল স্বরবর্ণের দ্বিতীয় অক্ষর এবং ম-হল ব্যঞ্জনবর্ণের ২৫ তম অক্ষর। এই বর্ণমালা সংখ্যাকে যোগ করলে দাঁড়ায় ৫৪। আবার এর যোগফল ৯।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Numerology Suggestion: আপনার মূলাঙ্ক ৯ হলে সাজানো রয়েছে সৌভাগ্যের ডালি! কী ভাবে নির্ণয় করবেন জেনে নিন বিস্তারিত!