TRENDING:

Clothes Mistake: এই দিন একদমই পরবেন না নতুন জামা! নেমে আসতে পারে চরম দারিদ্র, জামাকাপড় নিয়ে এই সমস্ত নিয়ম জানেন তো?

Last Updated:
Clothes Mistake: ফ্যাশনের নামে আমরা অনেকেই ছেঁড়া জামাকাপড় পরি বা কিনি। বাস্তু বিশেষজ্ঞেরা বলছেন, এই ধরনের পোশাক পরলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। তাছাড়া, কোনও জামা-কাপড় ছিঁড়ে গেলে সঙ্গে সঙ্গে তা বাতিল করা উচিত৷ ছেঁড়া কাপড় পরা অর্থাভাব ডেকে আনে।
advertisement
1/7
এইদিন একদম পরবেন না নতুন জামা, বিপদ হবে কিন্তু! জামাকাপড় নিয়ে জানুন বাস্তু নিয়ম
কী পরব, কখন পরব, কোথায় পরব.. জামাকাপড় এবং ফ্যাশন নিয়ে আজকাল আমরা যথেষ্ট সচেতন৷ বিভিন্ন ধরনের পোশাক আমাদের দৃষ্টি আকর্ষণ করে৷ তার কিছু আমরা পরি, কিছু পরি না৷ বাস্তু বিশারদেরা জানাচ্ছেন, ফ্যাশনের যুগ হলেও পোশাক সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত আমাদের জীবনে অশুভ প্রভাব ডেকে আনতে পারে৷ তাছাড়া, কোন দিনে নতুন কাপড়-জামা পরা উচিত, কোন দিন নয়, সেই নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
advertisement
2/7
আমরা যে ধরনের পোশাক নির্বাচন করি, তা আদতে আমাদের ব্যক্তিত্বকেই প্রতিফলিত করে৷ শুধুমাত্র ট্রেন্ড অনুযায়ী চলতে গিয়ে আমরা অনেকেই যে বিষয়টিকে একেবারে গুরুত্ব দিই না৷ এমন পোশাক, যার তেমন প্রয়োজন নেই, শুধুমাত্র ট্রেন্ডি বলে তার পিছনে অহেতুক অর্থ অপচয় করা অশুভ৷
advertisement
3/7
ফ্যাশনের নামে আমরা অনেকেই ছেঁড়া জামাকাপড় পরি বা কিনি। বাস্তু বিশেষজ্ঞেরা বলছেন, এই ধরনের পোশাক পরলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। তাছাড়া, কোনও জামা-কাপড় ছিঁড়ে গেলে সঙ্গে সঙ্গে তা বাতিল করা উচিত৷ ছেঁড়া কাপড় পরা অর্থাভাব ডেকে আনে।
advertisement
4/7
আমরা অনেকেই বাইরে থেকে বাড়ি ফিরে পরনের জামাকাপড় ঘরে কোণে বা চেয়ারে ডাঁই করে রেখে দিই৷ বাড়ির আলনা বা আলমারিতেও অনেক সময় জামাকাপড় অগোছালো অবস্থায় থাকে৷ বাস্তু বিশারদেরা জানাচ্ছেন, এই ধরনের অভ্যাস অত্যন্ত খারাপ৷ এতে বাড়ির পরিবেশে নেতিবাচকতা ভিড় করে৷ গৃহলক্ষ্মী অসন্তুষ্ট হন৷
advertisement
5/7
জামাকাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ৷ সাবান দিয়ে কাচা এবং রোদে দেওয়ার পরেও যেন জামাকাপড় পড়ে না থাকে৷ তা দ্রুত ভাঁজ করে গুছিয়ে রাখা উচিত৷
advertisement
6/7
এলোমেলো ভাবে পোশাক পরে বাড়ি থেকে বেরিয়ে গেলে শুক্র ক্রোধিত হয় বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞেরা। এর জন্য আর্থিক সমস্যাতেও পড়তে হতে পারে আমাদের।
advertisement
7/7
জ্যোতিষশাস্ত্র অনুসারে, নতুন পোশাক পরারও কিছু নিয়ম রয়েছে। কোনও অবস্থাতেই শনিবার নতুন পোশাক পরবেন না। নতুন জামাকাপড় শুধুমাত্র বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার পরা যাবে। (Disclaimer: এই প্রতিবেদন প্রচলিত তথ্যের ভিত্তিতে লেখা৷ এর সত্যতা নিউজ১৮ নিশ্চিত করে না৷ এগুলি মেনে চলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Clothes Mistake: এই দিন একদমই পরবেন না নতুন জামা! নেমে আসতে পারে চরম দারিদ্র, জামাকাপড় নিয়ে এই সমস্ত নিয়ম জানেন তো?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল