Vastu Tips: প্রত্যেক বাড়িতেই থাকে এই গাছ, কিন্তু কোন দিকে বসালে মেলে লাভ? না জানলে ক্ষতিও হতে পারে কিন্তু
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
Vastu Tips: যদি আপনার ব্যবসায় কোনও সমস্যা দেখা দেয় বা আপনার কাজ যদি প্রায়শই বিফল হয়ে যায়, তবে সূর্য দেবতাকে জবা ফুলের অর্ঘ্য নিবেদন করলে সুফল পাওয়া যায়
advertisement
1/9

জবা ফুলের গুরুত্ব বাঙালিদের কাছে নতুন করা বলার নয়৷ বাড়ির উঠোনে যদি এক চিলতে মাটি থাকে, তাহলেও সেখানে আমরা জবা ফুলের গাছ লাগিয়ে থাকি৷ এই ফুল ঈশ্বরের প্রিয়৷ কিন্তু, বাড়ির কোন দিকে জবা গাছ লাগালে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়, তা আমরা অনেকেই জানি না৷
advertisement
2/9
বাস্তুশাস্ত্রে বাস্তুভিটের গাছ-গাছালিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাস্তুমতে, বাড়িতে নির্দিষ্ট ধরনের ফুলগাছ লাগালে আমাদের গ্রহগুলি শক্তিশালী হয়। সংসারে সমৃদ্ধি আসে।
advertisement
3/9
বাস্তুমতে জবা ফুল অত্যন্ত শুভ৷ এই ফুল মা লক্ষ্মীর খুব প্রিয়। বাড়িতে এই ফুল থাকলে সংসারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হয়৷
advertisement
4/9
জবাকে মঙ্গল দোষ বিনাশক বলা হয়৷ এই গাছ উদ্ভিদও মঙ্গল দোষ কাটায়। আপনার কুষ্ঠিতে যদি মঙ্গল দুর্বল থাকে, তাহলে এই গাছ বাড়িতে রোপণ করা আপনার জন্য অত্যন্ত উপকারী৷ যাদের বিবাহে বিলম্ব হচ্ছে তাঁদেরও বাড়িতে জবা গাছের ফুলের চারা রোপণ করা উচিত।
advertisement
5/9
কারও যদি আর্থিক সমস্যা থাকে, তবে তাও দূর করে জবা৷
advertisement
6/9
বাস্তু অনুসারে, মা লক্ষ্মীকে জবা ফুল নিবেদন করলে, বাড়ির সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হয়৷ ধন-সম্পদের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। (আপনার যদি অনেক আর্থিক সমস্যা থাকলে বাড়িতে এই ফুলের চারা বসানো উচিত)
advertisement
7/9
বাস্তুশাস্ত্রে বলা হয় যে, বাড়িতে জবা গাছ লাগালে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না৷ সংসারে সবসময় পজিটিভ শক্তি বিরাজ করে৷
advertisement
8/9
আপনার কুষ্ঠিতে যদি সূর্যের অবস্থান দুর্বল হয়, সেক্ষেত্রে, অবশ্যই আপনার বাড়িতে জবা ফুলের গাছ লাগানো উচিত৷ বাড়ির পূর্ব দিকে জবা গাছ লাগালে সেই দোষ কেটে যায়। বাড়ির পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক সবসময় সুদৃঢ় হয়।
advertisement
9/9
যদি আপনার ব্যবসায় কোনও সমস্যা দেখা দেয় বা আপনার কাজ যদি প্রায়শই বিফল হয়ে যায়, তবে সূর্য দেবতাকে জবা ফুলের অর্ঘ্য নিবেদন করলে সুফল পাওয়া যায়। ( Disclaimer : This story is based on public belief and information available on the internet. News 18 has not verified it. There is no evidence.)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: প্রত্যেক বাড়িতেই থাকে এই গাছ, কিন্তু কোন দিকে বসালে মেলে লাভ? না জানলে ক্ষতিও হতে পারে কিন্তু