Numerology: মাসের ১১ তারিখে জন্ম? এই কয়েক কারণে উন্নতি আটকে যাচ্ছে না তো?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বিচার হবে মাসের ১১ তারিখে যাঁদের জন্ম, তাঁদের নিয়ে। দেখে নেওয়া যাক এঁদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অন্য খুঁটিনাটি।
advertisement
1/10

ভাগ্য অতিশয় রহস্যে ঘেরা, সেকারণেই তার ঘটন এবং অঘটনের নির্ণয়ের প্রচেষ্টাও মানুষ করে আসছে যুগের পর যুগ ধরে কখনও এই ব্যাপারে সহায়ক হয় গ্রহ-নক্ষত্রের অবস্থান, আবার কখনও সংখ্যারা জানিয়ে দেয় কার চরিত্র কেমন, কী তার ভাগ্যে ঘটতে চলেছে, দুর্ভাগ্যের প্রতিকারই বা কী।
advertisement
2/10
সংখ্যা দ্বারা ভাগ্যগণনা এবং চরিত্র তথা ভবিষ্যৎ বিশ্লেষণের এই বিদ্যারই নাম সংখ্যাতত্ত্ব। যার গণনা বৈদিক জ্যোতিষের মতই নির্ভুল।
advertisement
3/10
সংখ্যাতত্ত্বে প্রতিটি ব্যক্তিকে তার জন্মতারিখ অনুসারে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যায় শ্রেণীবদ্ধ করা হয়। আপাতত যদিও শ্রেণীবদ্ধ সংখ্যা নয়, বিচার হবে মাসের ১১ তারিখে যাঁদের জন্ম, তাঁদের নিয়ে। দেখে নেওয়া যাক এঁদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অন্য খুঁটিনাটি।
advertisement
4/10
অধিপতি গ্রহ- চন্দ্র পয়মন্ত দিন- সোমবার শুভ রঙ- নীল এবং সাদা শুভ সংখ্যা- ২ এবং ৬
advertisement
5/10
চরিত্রের শক্তিশালী দিক: - এঁরা সুবক্তা, অনর্গল কথা কইতে পারেন। - রসবোধ তুখোড়। - প্রয়োজনে কঠোর হাতে পরিস্থিতি শাসন করতেও জানেন। - উদ্যমে পরিপূর্ণ।
advertisement
6/10
- অর্থকরী পরিকল্পনায় পারঙ্গম। - সৃজনশীল। - নিরলস পরিশ্রম করতে জানেন। - বিশ্বাসযোগ্য, সেকারণেই সমাজে সম্মানীয়।
advertisement
7/10
চরিত্রের দুর্বল দিক: - সিদ্ধান্তহীনতায় ভোগা। - স্বাস্থ্যের যত্ন না নেওয়া। - অতিরিক্ত দায়িত্ব নেওয়া। - ক্রোধ সম্বরণ করতে না পারা। - সম্পর্কে ভুল বোঝাবুঝি।
advertisement
8/10
যে সব কাজে উন্নতির সম্ভাবনা: - দুধ, জল, সোনা, রুপো, স্টিল, ওষুধ, যানবাহন, সিমেন্টের ব্যবসা। - সম্পত্তি বেচা-কেনা। - রাসায়নিক উৎপাদন। - রাজনীতি। - অভিনয় জগৎ।
advertisement
9/10
জীবনে উন্নতির জন্য যা করণীয়:
advertisement
10/10
- গবাদি পশু বা দরিদ্রকে জল/দুধ দান করতে হবে। - ভগবান শিবের দুগ্ধাভিষেক এবং চন্দ্রমন্ত্র জপ করতে হবে। - চন্দ্রকলা অনুসরণ করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। - বাড়ির পূর্বকোণে উইন্ড চাইম রাখতে হবে। - বৃত্তাকার রৌপ্যমুদ্রা মানিব্যাগে রাখতে হবে। - আমিষ, মদ, তামাক, চর্মজ দ্রব্য পরিহার করতে হবে।