TRENDING:

Human Character: আপনি মানুষ কেমন? হাতের লেখাই বলে দেবে সব! হস্তলিপি দেখে মনের কথা জানুন

Last Updated:
Human Character: হাতের লেখা যে কোনও মানুষের ব্যক্তিত্বের আয়না। কীভাবে হাতের লেখা দেখে মানুষ চিনবেন জানুন...
advertisement
1/9
আপনি মানুষ কেমন? হাতের লেখাই বলে দেবে সব! হস্তলিপি দেখে মনের কথা জানুন
আজকাল কম্পিউটার, হোয়াটসঅ্যাপ ও ইমেলের যুগ। হাতে-কলমে চিঠি, আবেদন ইত্যাদি লেখার সুযোগ হয়তো কমে গিয়েছে। কিন্তু হাতের লেখা বিশেষজ্ঞদের মতে, হাতের লেখা যে কোনও মানুষের ব্যক্তিত্বের আয়না।
advertisement
2/9
হস্তাক্ষরের অধ্যয়নকে 'গ্রাফোলজি' বলা হয় এবং এটা পরিবর্তন করে যে চিকিৎসা করা হয় তাকে 'গ্রাফোথেরাপি' বলে। যাদের হাতের লেখা খুব সুন্দর, টাইপ করার মত সুস্পষ্ট তারা ব্যক্তিগত জীবনে প্রতিভাবান হওয়া সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী সম্মান পায় না। তারা সংযমী ও সৎ হয়।
advertisement
3/9
প্যাঁচানো কিন্তু একদিকে হেলানো তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়।জীবনে উত্থান পতনের চরম সাক্ষী, মাঝে মধ্যে অতিরিক্ত ভোগবিলাসী হতে পারে।
advertisement
4/9
যাদের হাতের লেখা সুন্দর বড় বড় টানা টানা অক্ষরের তারা সংসারী হয়। তাদের জীবনে অনেক সুযোগ আসে এবং অর্থভাগ্য ভাল হয়।
advertisement
5/9
লিখতে লিখতে কখনও উপরের দিকে বা নীচের দিকে লাইনটা শেষ হয় তাদের ক্ষেত্রে উচ্চাশা থাকা সত্ত্বেও তারা আশা অনুরূপ ফল পায় না। তার ফলস্বরূপ হতাশা, মাথা গরম দেখা যায়।
advertisement
6/9
যারা সমান্তরাল লাইনে লেখা শেষ করতে পারে তারা ভদ্র, নম্র, শান্ত, সফল পরিচালক এবং অপরকে বোঝার ক্ষমতাও প্রচুর থাকে। এরা খ্যাতি, যশ পেতে বেশি ভালবাসে।
advertisement
7/9
অক্ষরের সঙ্গে কোনও সাদৃশ্য নেই লেখার মধ্যে বৈসাদৃশ্য প্রকট তাদের ক্ষেত্রে বলতে হয় এরা উদাস প্রকৃতির হয়ে থাকে, মনের ওপর আস্থা কম থাকে।
advertisement
8/9
যারা খুব ছোট ছোট ঘন সুন্দর ভাবে অক্ষরগুলি সাজিয়ে লেখে দেখা যায় জায়গা থাকা সত্ত্বেও কাগজের এককোণে লেখাগুলি জড়ো হয়ে থাকে।
advertisement
9/9
এরা সাধারণত জীবনে খুব হিসেবি হয়, হিসাবের বাহিরে এক পা চলতে চায় না। বন্ধু কম থাকে। অর্থভাগ্য ভাল। এরা জীবনে খুব সুখী হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Human Character: আপনি মানুষ কেমন? হাতের লেখাই বলে দেবে সব! হস্তলিপি দেখে মনের কথা জানুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল