How to Keep Money: জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? কিছুতেই হাতে থাকছে না? চটপট জেনে নিন 'এই' সহজ সমাধান...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
How to keep money || Vastu tips: মোটা টাকা হাতে পেয়েও খরচ সামলে হিমশিম? কোনও না কোনও কারণে আপনার ব্যাঙ্ক-ব্যালেন্সে মাঝেমধ্যেই টান পড়ে। কিন্তু এর পিছনে কোনও নির্দিষ্ট কারণ আছে কিনা তা কেই বা ভাবেন। এবার এই ধরণের সমস্যার পিছনের আসল কারণ শেয়ার করেছেন জ্যোতিষবিদ।
advertisement
1/8

মোটা মাইনের চাকরি। কিন্তু তাও মাসের শেষে ভাঁড়ে মা ভবানী দশা? জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা। কিছুতেই ধরে রাখতে পারছেন না। মোটা টাকা হাতে পেয়েও খরচ সামলে হিমশিম? কোনও না কোনও কারণে আপনার ব্যাঙ্ক-ব্যালেন্সে মাঝেমধ্যেই টান পড়ে এমনও হয় কারও কারও। কিন্তু এর পিছনে কোনও নির্দিষ্ট কারণ আছে কিনা তা কেই বা ভাবেন। এবার এই ধরণের সমস্যার পিছনের আসল কারণ শেয়ার করেছেন জ্যোতিষবিদ।
advertisement
2/8
তিনি বলেন, কিছু মানুষ জেনে-বুঝে বা কোনও ক্ষেত্রে অজান্তে এমন অশুভ জিনিস নিজের মানিব্যাগে রাখেন, যার কারণে তাঁদের ওপর নেতিবাচক শক্তির চাপ বাড়ে। তিনি নিজেও এ বিষয়ে বুঝতে পারেন না। এ কারণেই এসব মানুষের পকেট সব সময় ফাঁকা থাকে। জ্যোতিষাচার্য এমনই ৫টি জিনিসের কথা বলেছেন, যা আমাদের মানিব্যাগ রাখলে, আর্থিক সংকট ঘিরে ধরে।
advertisement
3/8
বিল বা ইএমআই কাগজ- জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের কখনই আমাদের নিজেদের মানিব্যাগে ইএমআই সংক্রান্ত কাগজ রাখা উচিত নয়। পার্সে ফোনের বিল, বিদ্যুতের বিল এমনকি গৃহস্থালির খরচের তালিকাও রাখবেন না। যদি আমরা এটাকে মানিব্যাগে রাখি তাহলে অপ্রয়োজনীয় ব্যয় বাড়িয়ে দেয়। দেখতে শুনতে একেবারেই নিরীহ এই বিলই কিন্তু করতে পারে আপনার সাড়ে সর্বনাশ। ফলে এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
advertisement
4/8
পূর্বপুরুষদের ছবি- কেউ কেউ তাঁদের মানিব্যাগে পূর্বপুরুষদের ছবি রাখেন। সম্মানের দিক থেকে তার গুরুত্ব অস্বীকার্য হলেও তা কী অজান্তে আপনার জন্য ক্ষতিকর হতে পারে? এক্ষেত্রে জ্যোতিষবিদ্যা বলেছে, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা খুবই গুরুত্বপূর্ণ। তাঁর আশীর্বাদ ছাড়া আমরা জীবনে আর্থিক সমৃদ্ধি কল্পনাও করতে পারি না। কিন্তু এগুলো মানিব্যাগে রাখা ঠিক নয়। মানিব্যাগে এইসব ছবি রাখার পরিবর্তে ঘরে রাখুন। শুধু তাই নয়, বলা হয়, ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে এই ছবি রাখলে ভাল হবে।
advertisement
5/8
দেব-দেবীর ছবি- কিছু লোক তাঁদের মানিব্যাগে দেব-দেবীর ছবি নিয়ে একসঙ্গে ঘুরে বেড়ায়। এমনটা করা মোটেও ঠিক নয়। এটি করলে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হতে পারেন। মানিব্যাগের বদলে ঘরে ও মনে দেবতাদের স্থান দিন। তাতেই অন্যভাবে আপনার ভাল হতে পারে। কিন্তু মানিব্যাগে রাখা সুবিবেচকের কাজ নয় বলেই মনে করছে জ্যোতিষবিদ্যা।
advertisement
6/8
চাবি- অনেকেরই স্বভাব তাঁদের পার্সে বা ওয়ালেটে চাবি রাখার। এটি কিন্তু একেবারেই ঠিক নয়। মানিব্যাগে চাবি রাখলে ব্যবসা ও অর্থের ক্ষতি হতে পারে। বাস্তু অনুসারে, মানিব্যাগে টাকা ছাড়া অন্য কোনও ধাতু রাখলে নেতিবাচক শক্তি তৈরি হয় এবং দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। তাই চাবি রাখার জন্য একটি সঠিক জায়গা তৈরি করুন।
advertisement
7/8
মানিব্যাগে টাকা কীভাবে রাখবেন- মনে রাখা জরুরি, মানিব্যাগে টাকা কখনই ভুলভাবে রাখবেন না। নোটগুলিকে কেবল ভাঁজ করে মানিব্যাগে রাখার পরিবর্তে সেগুলি ভালভাবে এবং পদ্ধতিগতভাবে পার্সে রাখুন। আপনার মানিব্যাগে কত টাকা আছে, তা আপনার সর্বদা জানা উচিত। দুমড়ে-মুচড়ে নোট রাখার বদ অভ্যাস আমাদের অর্থনৈতিক ভাবে দুর্বল করে দেয় বলেও মনে করছেন জ্যোতিষবিদ।
advertisement
8/8
উপরোক্ত পরামর্শ মুষ্টিমেয় জ্যোতিষবিদের। তবে এই BISHOYE সর্বাঙ্গীন মত আরও বিস্তারিতও জানতে ও জীবনে এই পরামর্শ গ্রহণ করার আগে আপনার জ্যোতিষবিদের সঙ্গে কথা বলুন। নিউ 18 বাংলা ডিজিটাল এই তথ্যের দায় নেয় না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
How to Keep Money: জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? কিছুতেই হাতে থাকছে না? চটপট জেনে নিন 'এই' সহজ সমাধান...