TRENDING:

How to Be Happy: কপালে সুখের স্বর্গ না চরম দুঃখ! কী ভাবে সুখী হবেন? অতি সহজেই ভাগ্য যাচাই করুন...

Last Updated:
How to Be Happy: সুখের চাবিকাঠি খুঁজতে গিয়ে বারবারই হোঁচট খেতে হয় অনেককে। কিন্তু প্রাচীন জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা দিয়েছে এই সুখের গতিপথের।
advertisement
1/10
কপালে সুখের স্বর্গ না চরম দুঃখ! কী ভাবে সুখী হবেন? অতি সহজেই ভাগ্য যাচাই করুন...
একথা তো বলাই বাহুল্য, জীবনে সুখী হতে চান সকলেই। কিন্তু কী ভাবে সুখী হাওয়া যায় সে হদিস কজনের কাছেই বা আছে? সুখের চাবিকাঠি খুঁজতে গিয়ে বারবারই হোঁচট খেতে হয় অনেককে। কিন্তু প্রাচীন জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা দিয়েছে এই সুখের গতিপথের।
advertisement
2/10
আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সুখ পেতে হলে আপনাকে শুধুমাত্র চন্দ্রের কাছ থেকেই তা পেতে হবে। তবে সুখের জন্য শুক্রের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুন্ডলীতে সমস্ত গ্রহ এবং সমস্ত প্রকৃতি আলাদা আলাদাভাবে সুখের জন্য দেখা হয়। হস্তরেখাতে, হাতের রং থেকে সুখ-স্থিতি দেখা হয়। এ ছাড়া সুখের বিষয়ে লেখা থাকে আপনার মস্তকে।
advertisement
3/10
স্বাস্থ্যের সুখ কী ভাবে আসবে? এ জন্য কুন্ডলিতে চন্দ্রের লগ্ন অধিপতি দায়ী থাকে। চন্দ্র মজবুত হলে ব্যক্তির স্বাস্থ্য ভাল থাকে। যদি চন্দ্র দুর্বল হয়, অথচ বৃহস্পতি ভাল হয়, তাহলেও স্বাস্থ্য ভাল ফল দিতে পারে।
advertisement
4/10
অন্যদিকে রাহু যদি খারাপ হয়, সেক্ষেত্রে সুস্বাস্থ্য বাধাপ্রাপ্ত হয়। স্বাস্থ্যের সুখ অধরা থেকে যায়। প্রতিনিয়ত সমস্যা লেগেই থাকে। এর ফলে বেশি স্বাস্থ্যের সমস্যা দেখা দেয়, ভাল স্বাস্থ্য হওয়া সত্ত্বেও অনেক সময়ে স্বাস্থ্য খারাপের মানসিক ভ্রম তৈরি হয়। শনির কারণে স্বাস্থ্যজনিত স্বাচ্ছন্দ লম্বা সময় পর্যন্ত বাধাপ্রাপ্ত হয়।
advertisement
5/10
স্বাস্থ্যের সুখ পাওয়ার উপায় : এর প্রতিকারের জন্য শিবের আরাধনা করুন। সোমবার উপবাস করুন। প্রত্যেক শনিবার অন্ন কিংবা ভোজন দান করুন। সেইসঙ্গে আপনার কুণ্ডলি অধিপতির রত্ন ধারণ করুন। মাতা পিতাকে নিত্য প্রাতঃ চরণ স্পর্শ করুন।
advertisement
6/10
চাকরি এবং রোজগারের সুখ: আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না চাকরি পেতে কেন এতো সমস্যা হচ্ছে। কিম্বা পেয়েও কেন চলে যাচ্ছে চাকরি? আসলে জ্যোতিষশাস্ত্র মতে, চাকরি এবং রোজগারের সুখ শনি থেকে পাওয়া যায় অথবা বৃহস্পতি থেকে। দুটোর মধ্যে যে কোনও একটি যদি মজবুত হয়, তাহলে রোজগারের সমস্যা থাকে না। যদি দুটোই কমজোর হয় তাহলে রোজগারের জন্য ঠোক্কর খেতে হয়। যদি শনি খারাপ থাকে চাকরি পাওয়া যায় না, পেলেও চাকরি চলে যায়,স্থিরতা থাকে না।
advertisement
7/10
বৃহস্পতি খারাপ হলে রোজগারের জন্য ব্যক্তিকে নিজের ক্ষতি স্বীকার করতে হয়। চাকরি এবং রোজগারের সুখ পেতে হলে আপনাকে যা করতে হবে, সন্ধ্যায় শনি মন্ত্র জপ করুন।
advertisement
8/10
মাথায় সাদা চন্দনের তিলক লাগান। একটা লোহার আংটি মধ্যমা আঙুলে ধারণ করুন। রান্নাঘরে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। শনিবার কালো ছোলা অবশ্যই খান।
advertisement
9/10
বিবাহ এবং বৈবাহিক জীবনের সুখ অনেকের আবার বিবাহ ক্ষেত্রে বাধা আসে বার বার। আসলে বিবাহ এবং বৈবাহিক জীবন মহিলাদের সুখের জন্য বৃহস্পতি দায়ী। পুরুষদের বৈবাহিক সুখের জন্য দায়ী থাকে চন্দ্র এবং শুক্র। সব মিলিয়ে বৈবাহিক সুখ শুক্র থেকে নিয়ন্ত্রিত হয়। বৈবাহিক সুখ কিন্তু সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হয় শুক্র ও মঙ্গল খারাপ হলে। এ ছাড়া বৃহস্পতি যদি খারাপ হয় তাহলে বিয়েই হয় না।
advertisement
10/10
বৈবাহিক সুখের বাধা প্রতিকারের উপায় প্রাতঃকালে সূর্যকে হলুদ মিলিয়ে জল দান করুন। প্রত্যেক বৃহস্পতিবার বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন। কলার থোড়, হলুদ সুতো জড়িয়ে গলায় ধারণ করুন। ঘরের বৃহস্পতিবার হলুদ দিয়ে স্বস্তিক বানিয়ে লাগান।যতটা হতে পারে ঘরে শুক্রবার চালের পায়েস বানিয়ে খান।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
How to Be Happy: কপালে সুখের স্বর্গ না চরম দুঃখ! কী ভাবে সুখী হবেন? অতি সহজেই ভাগ্য যাচাই করুন...
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল