TRENDING:

Money: কোটিপতি হতে চান? রাতে ঘুমোনোর আগে...সকাল থেকে রাত পর্যন্ত করতে হবে ছোট্ট ছোট্ট ৫ কাজ! ‘আকর্ষণের সূত্রই’ চুম্বকের মতো টেনে আনবে টাকা

Last Updated:
How to Become Crorepati: দৈনন্দিন জীবনে বেশ কয়েকটি ছোট ছোট টিপস মেনে চললেই নাকি হাতে আসবে প্রচুর টাকা। কোটপতি হওয়ার স্বপ্নও সত‍্যি হতে পারে।
advertisement
1/10
কোটিপতি হতে চান? রাতে ঘুমোনোর আগে...সকাল থেকে রাত পর্যন্ত করতে হবে ছোট্ট ছোট্ট ৫ কাজ! ‘আকর
ধনী হতে কে না চায়। ব‍্যাঙ্ক ব‍্যালেন্সে রয়েছে কোটি টাকা! এমন স্বপ্ন কার নেই? কিন্তু কোটিপতি হওয়া মুখের কথা নয়। তাই বহুজনের কাছে এটি কেবল স্বপ্ন হয়েই থেকে যায়।
advertisement
2/10
কিন্তু দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন এনে, কয়েকটি ছোট ছোট টিপস মেনে ভবিষ‍্যতে হওয়া সম্ভব ‘কোটিপতি’? শুনে অবিশ্বাস‍্য মনে হলেও ‘ল' অফ অ্যাট্রাকশন’ কোচ মিতেশ খত্রির এমনটাই দাবি।
advertisement
3/10
সম্প্রতি একটি পডকাস্টে মিতেশ জানিয়েছেন দৈনন্দিন জীবনে বেশ কয়েকটি ছোট ছোট টিপস মেনে চললেই নাকি হাতে আসবে প্রচুর টাকা। কোটপতি হওয়ার স্বপ্নও সত‍্যি হতে পারে।
advertisement
4/10
সকালে উঠেই কী করতে হবে?‘ল' অফ অ্যাট্রাকশন’ কোচ জানালেন যে, কোটিপতি হওয়ার স্বপ্ন সত‍্যি করতে গেলে সকালে উঠেই ১০টি জিনিসের জন্য ‘ধন‍্যবাদ বা থ্যাঙ্ক ইউ’ বলা উচিত।
advertisement
5/10
এক্ষেত্রে অনেকে ১০ টি জিনিসের একটি তালিকা তৈরি করেন এবং ধন‍্যবাদ জানান। মিতেশ অবশ‍্য বারণ করলেন এটি করতে। তিনি বললেন, আপনি সকালে উঠুন এবং মনের মধ্যে যা আসছে বা সামনে যা দেখছেন তার জন্য ধন্যবাদ জানান। সকালে উঠুন এবং মনের মধ্যে যা আসছে বা সামনে যা দেখছেন তার জন্য ধন্যবাদ জানান।
advertisement
6/10
ধন্যবাদ জানানোর পর পান করুন 'ম্যাজিক জল'সকালে উঠে ধন্যবাদ জানানোর পর ‘ম্যাজিক ওয়াটার’ পান করুন। রাতে ঘুমানোর আগে একটি জলের বোতলের গায়ে লিখে রাখুন যে জীবনে কী চান। সকালে উঠে ওই বোতলের জল পান করুন।
advertisement
7/10
ভিশন বোর্ড দেখুনসকালে উঠে ভিশন বোর্ড দেখুন এবং ‘পজিটিভ অ্যাফারমেশন’ বা ‘ইতিবাচক স্বীকৃতি’ পড়ুন। এর ফলে আপনি আপনার মধ্যে পজিটিভিটি অনুভব করবেন এবং দিনও ভাল যাবে।
advertisement
8/10
সারাদিন ইতিবাচক কথা বলুনদিনে যদি আপনার মুখ থেকে কোনও নেগেটিভ শব্দ বের হয় তবে ক্যানসেল-ক্যানসেল বলার অভ্যাস করুন। ল' অফ অ্যাট্রাকশন অনুযায়ী যেটাতে আপনি বেশি মনোযোগ দেবেন, সেটাই আপনার দিকে বেশি আকৃষ্ট হবে। এমন পরিস্থিতিতে আপনি অজান্তে আপনার দিকে নেগেটিভিটিও আকৃষ্ট করতে পারেন।
advertisement
9/10
এছাড়া যদি আপনার সঙ্গে কোনও নেগেটিভ কিছু ঘটে তাহলে ‘‘আমাকে ক্ষমা করো, দয়া করে ক্ষমা করো, ধন‍্যবাদ, ভালবাসি ('আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাঙ্ক ইউ এবং লাভ ইউ), এই ধরনের পজিটিভ শব্দ বলুন
advertisement
10/10
রাতে ঘুমানোর আগে কী করবেন?ল' অফ অ্যাট্রাকশন কোচ বলেন যে রাতে ঘুমানোর আগে অর্থাৎ ৯-১০ টায় ‘অ্যাফারমেশন’ পড়া উচিত। এর ফলে আপনি সকালে মোটিভেশন নিয়ে উঠবেন এবং পজিটিভ অনুভব করবেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Money: কোটিপতি হতে চান? রাতে ঘুমোনোর আগে...সকাল থেকে রাত পর্যন্ত করতে হবে ছোট্ট ছোট্ট ৫ কাজ! ‘আকর্ষণের সূত্রই’ চুম্বকের মতো টেনে আনবে টাকা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল