Horseshoe in Astrology: শনিদেবের কুদৃষ্টি থেকে কালা জাদুর অশুভ প্রভাব দূরে করতে বাড়িতে রাখুন ঘোড়ার নাল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Horseshoe in Astrology: সৌভাগ্যসূচক প্রতীক হিসেবেও ঘোড়াল নালের গুরুত্ব অনেক
advertisement
1/10

ঘোড়ার নাল বাড়িতে রাখার রীতি দীর্ঘ দিন ধরেই শুভ বলে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে।
advertisement
2/10
প্রাচীন বিশ্বাস বাড়ির প্রধান দরজার উপর ঘোড়াল নাল আটকে রাখলে তা দুর্ভাগ্য ও অসুখকে দূরে রাখে।
advertisement
3/10
মনে করা হয় ঘোড়াল নাল বাড়ি ও সংসারের সুরক্ষাকবচ হিসেবে সক্রিয় থাকে।
advertisement
4/10
সৌভাগ্যসূচক প্রতীক হিসেবেও ঘোড়াল নালের গুরুত্ব অনেক।
advertisement
5/10
শনিদেবতার রোষানল থেকেও ঘরবাড়ি ও সংসারকে রক্ষা করে ঘোড়ার নাল।
advertisement
6/10
কালা জাদুর অন্ধ প্রভাব থেকে রক্ষাকবচ দেয় ঘোড়াল নাল।
advertisement
7/10
মনে করা হয়, কালো রঙের ঘোড়ার নাল দরজার উপর থাকলে মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় থাকে।
advertisement
8/10
জ্যোতিষশাস্ত্র মতে শনিবার কালো রঙের ঘোড়ার নাল দরজার উপরে বসানো সংসারের জন্য শুভ।
advertisement
9/10
বাস্তু শাস্ত্র মতে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে রাখলে সবথেকে সেরা ফল পাওয়া যায়।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Horseshoe in Astrology: শনিদেবের কুদৃষ্টি থেকে কালা জাদুর অশুভ প্রভাব দূরে করতে বাড়িতে রাখুন ঘোড়ার নাল