Horoscope Today: রাশিফল ১৮ জুলাই; দেখে নিন কেমন যাবে আজকের দিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Horoscope Today, July 18, 2023: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
advertisement
1/13

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
advertisement
2/13
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। বয়স্ক ব্যক্তির পরামর্শ কাজে আসতে পারে, যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা বাঞ্ছনীয়।
advertisement
3/13
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। আবেগ নিয়ন্ত্রণে রাখুন, কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, সহকর্মীদের সাহায্য নেওয়া উচিত হবে।
advertisement
4/13
মিথুন: মে ২১ থেকে জুন ২০। ঝোঁকের মাথায় অনেকটা খরচ করার সম্ভাবনা রয়েছে, যতটা সম্ভব অমিতব্যয়িতা এড়িয়ে চলুন।
advertisement
5/13
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। অন্যদের প্রভাবিত করতে যাবেন না, সবাই আপনার কথা মতো চলবে না এটা মাথায় রাখুন।
advertisement
6/13
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। মানসিক শান্তি বিঘ্নিত হবে, বিশ্বাসী কোনও বন্ধুর কাছে এমতাবস্থায় মন খুলে পরামর্শ নিতে পারেন।
advertisement
7/13
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। সুসংবাদের জন্য নিজেকে তৈরি রাখুন, দীর্ঘ প্রতীক্ষার পর পারিবারিক ক্ষেত্রে আনন্দ আসতে চলেছে।
advertisement
8/13
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। বন্ধুদের গোপন বিষয় নিয়ে আলোচনা করবেন না, আলটপকা কাজ বা মন্তব্য না করাই উচিত হবে।
advertisement
9/13
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। অন্যদের সঙ্গে মতবিরোধ হলেও যা নিজের ঠিক বলে মনে হচ্ছে, খতিয়ে দেখে সেটাই করুন।
advertisement
10/13
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। অসম্ভব রকমের ব্যস্ত দিন কাটবে, কাজের মাঝে মেজাজ সামলে রাখতে ভুলবেন না।
advertisement
11/13
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। দুশ্চিন্তা থেকে মুক্তির হাতিয়ার হবে কাজ, শীঘ্রই জীবনযাপনে সদর্থক বদল আসতে চলেছে!
advertisement
12/13
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আপাতদৃষ্টিতে অসাধ্য মনে হলেও কাজের ভার নিতে কুণ্ঠিত হবেন না, সার্থকতা অনিবার্য।
advertisement
13/13
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কর্মক্ষেত্রের সমস্যা সহজেই সামাল দিতে পারবেন, নিজেকে সময় দিলে কাজের একঘেয়েমি কাটবে।