Horoscope Today: রাশিফল ৫ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Horoscope Today, April 5, 2023: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
advertisement
1/13

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
advertisement
2/13
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। ব্যক্তিগত বা পেশাগত জীবনে কিছু বিড়ম্বনার মুখে পড়তে হতে পারে, মাথা ঠান্ডা রাখতে হবে।
advertisement
3/13
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। কোনও পুরনো ঘটনা বা পরিচিতর পুনরাবির্ভাবে সকলের নজর আপনার উপরে পড়তে চলেছে।
advertisement
4/13
মিথুন: মে ২১ থেকে জুন ২০। আত্মবিশ্লেষণ যাবতীয় সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে, অস্বস্তি থেকে রেহাই কেবল এভাবই মিলবে।
advertisement
5/13
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। নেতিবাচক চিন্তাধারার মানুষদের এড়িয়ে চলতে হবে, শান্তি এবং সুখ দুই মিলবে কেবল নিজের বাড়িতে।
advertisement
6/13
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। পেশাগত হোক ব্যক্তিগত- জীবনে নতুন সুযোগ আসছে, তা হাতছাড়া করলে চলবে না।
advertisement
7/13
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। সঙ্গী/সঙ্গিনীর মন বুঝে পদক্ষেপ বাঞ্ছনীয়, সম্পর্ককে নতুন ভাবে বিশ্লেষণ করে দেখতে হবে!
advertisement
8/13
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। বহু দিনের পরিশ্রমের ফল এবার মিলতে চলেছে, অর্থভাগ্য এবং প্রণয়ভাগ্য উভয়ই প্রসন্ন থাকবে।
advertisement
9/13
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। জীবনের কিছু বিষয় নিয়ে অন্যদের সঙ্গে বোঝাপড়া দরকার, তবে কথাবার্তায় নম্র হতে হবে।
advertisement
10/13
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। কঠোর পরিশ্রমের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে হবে, এর উপরেই উন্নতি নির্ভর করছে।
advertisement
11/13
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। মনের ভিতরে আজ কেবলই তাল কাটবে, যাতায়াত সংক্রান্ত ব্যাপারেও সমস্যার মুখে পড়তে হবে।
advertisement
12/13
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। অন্যের দোষ যাঁরা ভুলতে পারেন না, তাঁদের এবার এড়িয়ে চলার সময় এসে গিয়েছে।
advertisement
13/13
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। সাফল্য সহজেই করায়ত্ত হবে- শুধু ছোটখাটো দিকগুলো খতিয়ে দেখতে ভুললে চলবে না।