Horoscope 16 March: সব রাশির জাতক জাতিকার দেখে নিন আজকের রাশিফল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Horoscope 16 March: জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
advertisement
1/13

#কলকাতা: ভারতীয় মতে রাশিফল (Horoscope 16 March 2022) গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির (Rashifal 16 March 2022) জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন আজ (Rashifal 16 March 2022) কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
advertisement
2/13
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সম্পর্কের মধ্যে একগুঁয়েমি তৈরি হতে না দেওয়াই ভাল। যাঁরা সৃজনশীল কাজ করে অর্থ উপার্জন করছেন তাঁদের জন্য সময়টি বিশেষভাবে ভালো।
advertisement
3/13
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আগামিকাল এনার্জি এতটাই তুঙ্গে থাকবে যে কারও নিয়ন্ত্রণে থেকে কাজ করতে মন চাইবে না। সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হলেও সহ্য করতে হবে নয় তো পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
advertisement
4/13
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। কঠিন পরিশ্রম আর দারুণ এনজয়! এই মুহূর্তে এটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। গোপন শত্রু থেকে সচেতন থাকতে হবে।
advertisement
5/13
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। অনেক দিনের কাজের চাপ থেকে আগামিকাল একটু রেহাই মিলবে। স্বপ্নের দৃষ্টিভঙ্গি সরিয়ে রেখেই সম্পর্ক পর্যালোচনা করতে হবে।
advertisement
6/13
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। কাল সারাদিনে প্রচুর প্রশংসা মিলবে। কাজের তথ্য দেবে এমন মানুষদের সঙ্গেই মেলামেশা করা ভাল।
advertisement
7/13
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কাল নিজের মনেই অনেক ধরনের চিন্তাভাবনা অনুভূত হবে। শত্রুদের থেকে সাবধান!
advertisement
8/13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। কাল কিছুটা আবেগপ্রবণ মনোভাব থাকবে। কাল কাজের মধ্যে অতীতে যে ভালবাসা এবং আনন্দ ছিল তা পুনরায় আবিষ্কার হতে চলেছে।
advertisement
9/13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। কাল নিজের ইন্দ্রিয়ের ওপরেই ভরসা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে স্থির সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হবে কাল।
advertisement
10/13
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। একাগ্রতা এবং উপলব্ধির ক্ষমতা এখন শীর্ষে রয়েছে, এটিই কিন্তু চারপাশের মানুষ এবং তাদের দুর্দশার প্রতি অতিরিক্ত সংবেদনশীল করে তুলবে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে আগামিকাল তা ফেরত মিলতে পারে।
advertisement
11/13
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আগামিকাল দিনটি চিন্তাভাবনায় বেশ পূর্ণ থাকবে। অন্যের কাছে ভালবাসা আশা আগে নিজেকে ভালবাসতে হবে। কর্মক্ষেত্রে যোগাযোগে প্রভাব পড়তে পারে।
advertisement
12/13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আগামিকাল বেশ কিছুটা বিভ্রান্তির মধ্যে থাকতে হতে পারে। আগামী দিনে অর্থের চাহিদা তৈরি হতে পারে। রোম্যান্টিক সম্পর্কের জন্য সময় অনুকূল নয়।
advertisement
13/13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আগামিকাল মন এবং বুদ্ধির মধ্যে লড়াইয়ের পালা। তবে কাজের জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।