Horoscope 8th April: 'এই' রাশির জীবনে আসবে বিরাট পরিবর্তন! জন্মদিন মিলিয়ে দেখে নিন কী বলছে রাশিফল...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Horoscope 8th April: জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
advertisement
1/14

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
advertisement
2/14
জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
advertisement
3/14
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ পার্টনারের সঙ্গে কোথাও একসঙ্গে যাওয়ার প্ল্যান হতে পারে। আজ কাজের জায়গায় মেজাজ হারানোর সম্ভাবনা রয়েছে।
advertisement
4/14
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ চিরকালের জন্য কারও মনে জায়গা করে নিতে পারেন। কাজের জায়গায় কোথাও বিরোধিতা দেখা গেলে শান্ত মনে তা ঠিক করতে হবে।
advertisement
5/14
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। পছন্দ না হলেও সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এটাই। আজ কোনও ইন্টারভিউ থাকলে তা আত্মবিশ্বাসের কারণে ক্র্যাক হয়ে যাবে।
advertisement
6/14
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। নানা কাজের ঝামেলায় আজ পার্টনারের সঙ্গেও খিটিমিটি বাধতে পারে। অর্থভাগ্যের দিক থেকে নতুন নতুন সম্ভাবনা খুলতে পারে।
advertisement
7/14
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ কাজ, পরিবার এবং সম্পর্কের মধ্যে ব্যালেন্স করে চলার দিন। কঠোর পরিশ্রমের উপহার স্বরূপ উর্ধ্বতনরা প্রশংসা করতে পারেন।
advertisement
8/14
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ সম্পর্কের দিক থেকে শুভ একটি দিন। আজ কাজের জায়গায় সুখবর মিলতে পারে। প্রোমোশনও হতে পারে।
advertisement
9/14
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। সম্পর্ককে আজ আরও যুক্তি দিয়ে বুঝতে হবে। যোগাযোগের ক্ষেত্রে আরেকটু মনোযোগ দিলে তা কাজের উন্নতিতে সহায়ক হবে।
advertisement
10/14
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ পার্টনারের সঙ্গে একটু কোয়ালিটি টাইম কাটানো যেতে পারে। কাজ পরিবর্তন করতে চাইলে এটাই সময়।
advertisement
11/14
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। সম্পর্কে নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য আদর্শ একটি দিন। কাজের জায়গায় সমস্ত কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে।
advertisement
12/14
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। দীর্ঘদিন ধরে সম্পর্কে মনোযোগ না দেওয়ার কারণে সমস্যা তৈরি হতে পারে। কাজের জায়গায় ধৈর্য ধরে রাখা সম্ভব হবে না।
advertisement
13/14
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। ভালোবাসার জন্য আদর্শ একটি দিন। কাজের জায়গায় আজ সমস্ত মনোবাঞ্ছা পূরণ হতে পারে।
advertisement
14/14
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। সম্পর্কে শুধু শুধু বিশ্লেষণ না করে এবার তাকে আরও জোরদার করতে হবে। আজ আপনার সঙ্গে এমন লোকদের দেখা হতে পারে যাঁদের কাজের চাহিদা তীব্র- আপনাকে তা সহ্য করতেই হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Horoscope 8th April: 'এই' রাশির জীবনে আসবে বিরাট পরিবর্তন! জন্মদিন মিলিয়ে দেখে নিন কী বলছে রাশিফল...