Horoscope 2025: সামনেই তো বর্ষবরণ, রাশিচক্রের সমস্ত রাশির কেমন যাবে ২০২৫ সালটা? শুনে নিন জ্যোতিষীর কাছ থেকে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Horoscope 2025 Yearly Forecast for All Zodiac Signs: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই আসছে নতুন বছর। আর আসন্ন এই বছরটা কোন রাশির কেমন কাটতে চলেছে, সেই বিষয়েই কলম ধরেছেন বিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালার পুত্র প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা।
advertisement
1/14

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই আসছে নতুন বছর। আর আসন্ন এই বছরটা কোন রাশির কেমন কাটতে চলেছে, সেই বিষয়েই কলম ধরেছেন বিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালার পুত্র প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা। বছরের শুরুতেই আগামী ৪ জানুয়ারি ২০২৫ তারিখে ধনু রাশিতে গোচর করতে চলেছেন বুধ। এরপর ২৯ ডিসেম্বর একই রাশিতে অন্য একটি গোচর সম্পন্ন করবেন এই গ্রহ। সারা বছর ধরে হওয়া গ্রহের একাধিক গোচর রাশিচক্রের প্রত্যেকটি রাশির উপরেই প্রভাব ফেলবে। উদাহরণস্বরূপ, জানুয়ারিতে শুক্র প্রবেশ করবে মীন রাশিতে, আবার শনি এবং মঙ্গল গোচর করবেন যথাক্রমে মীন এবং কর্কট রাশিতে। যা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের উপর প্রভাব ফেলবে। ফলে রাশিচক্রের সমস্ত রাশির আগামী বছরটা কেমন যাবে, সেটাই দেখে নেওয়া যাক। আগামী বছর বা ২০২৫ সালের ভবিষ্যদ্বাণী থেকে জানা যাচ্ছে যে, কিছু কিছু রাশির জন্য বছরটা ফলদায়ক হবে, তো কোনও কোনও রাশি আবার চ্যালেঞ্জের সম্মুখীন হবে। উল্লেখ্যযোগ্য ভাবে বলা যায় যে, মেষ, বৃষ এবং সিংহ রাশির জীবনে ঘটবে ইতিবাচক ঘটনা। আর অন্য রাশিগুলির জীবনে থাকবে উত্থান-পতন। চিরাগ দারুওয়ালার পরামর্শ, “কোনও পরিস্থিতিই স্থায়ী নয়। ধৈর্য এবং মানিয়ে নেওয়ার ক্ষমতাই হল সব কিছুর চাবিকাঠি।”
advertisement
2/14
মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের কাছে চাকরি পরিবর্তন অথবা বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। জ্যোতিষী চিরাগ দারুওয়ালা জানাচ্ছেন যে, এই বছরটা আর্থিক ভাবে ভাল-মন্দ মিশিয়ে কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। কিন্তু ব্যক্তিগত চ্যালেঞ্জের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে।
advertisement
3/14
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের নতুন পেশাগত পরিকল্পনা তৈরি করতে হবে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা তুলে ধরে জ্যোতিষী চিরাগ দারুওয়ালা বলছেন যে, এই বছর আয়ের উৎস খুলে যেতে পারে।
advertisement
4/14
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকারা ২০২৫ সালে কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে পারবেন। পদোন্নতির সম্ভাবনাও প্রবল। তবে সারা বছর বিশেষ করে সেপ্টেম্বরে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে।
advertisement
5/14
কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের কর্মসূত্রে ভ্রমণ করতে হতে পারে। যার জেরে উপযোগী ফলাফলও পাবেন তাঁরা। তবে জ্যোতিষী চিরাগ দারুওয়ালা জানাচ্ছেন যে, এই সময় আর্থিক ঝুঁকি থেকে বিরত থাকতে হবে। আর বিনিয়োগের ক্ষেত্রে সাবধান হওয়া আবশ্যক।
advertisement
6/14
সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকাদের চাকরিক্ষেত্রে বদলি হতে পারে। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। জ্যোতিষী চিরাগ দারুওয়ালা জানাচ্ছেন যে, ব্যবসার জন্য সময়টা ভাল। উন্নতির সুযোগও আসবে। এর পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখার উপরেও জোর দিয়েছেন তিনি।
advertisement
7/14
কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই বছরটা কেরিয়ার এবং আর্থিক অবস্থায় উন্নতির দারুণ সুযোগ বয়ে আনবে। জ্যোতিষী চিরাগ দারুওয়ালার পরামর্শ, সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। স্বাস্থ্য বিশেষ করে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। সেদিকে লক্ষ্য রাখা আবশ্যক।
advertisement
8/14
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের এনার্জি থাকবে তুঙ্গে। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। যদিও পারিবারিক সম্পর্কের চ্যালেঞ্জ মানসিক চাপ বাড়াবে। জ্যোতিষী চিরাগ দারুওয়ালার পরামর্শ, বাড়িতে সম্প্রীতি বজায় রাখাটাই আসল।
advertisement
9/14
বৃশ্চিক রাশি: অপ্রত্যাশিত আর্থিক লাভ এবং কাজের জায়গায় স্বীকৃতি উপভোগ করবেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। জ্যোতিষী চিরাগ দারুওয়ালার পরামর্শ, ছাত্রছাত্রীদের জন্য দারুণ সময়। স্বল্প চেষ্টাতেও দারুণ ফল অর্জন করবেন তাঁরা।
advertisement
10/14
ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই বছরটা সুযোগে পরিপূর্ণ হবে। ব্যক্তিগত উন্নতিও করতে পারবেন। জ্যোতিষী চিরাগ দারুওয়ালার পরামর্শ, নিজের উন্নতির উপর মনোনিবেশ করা এবং সম্পর্ককে লালন করা অত্যন্ত উপযোগী।
advertisement
11/14
মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে ২০২৫ সালে উত্থান-পতন আসবে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য রাখাটা জরুরি। জ্যোতিষী চিরাগ দারুওয়ালার পরামর্শ, চ্যালেঞ্জিং সময়ে বন্ধু এবং পরিবারের সাহায্য নিতে হবে।
advertisement
12/14
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এই বছরটা পেশাগত দিক থেকে সাফল্য বয়ে আনবে। সেই সঙ্গে তাঁরা ভ্রমণের সুযোগও পাবেন। জ্যোতিষী চিরাগ দারুওয়ালার পরামর্শ, কাজ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সক্রিয়তা বজায় রাখা জরুরি।
advertisement
13/14
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিগত জীবনে নতুন বছরে রূপান্তরমূলক অভিজ্ঞতা আসবে। জ্যোতিষী চিরাগ দারুওয়ালার পরামর্শ, পরিবর্তনকে স্বাগত জানাতে হবে। সেই সঙ্গে উন্নতির নতুন সম্ভাবনাকেও খোলাখুলি ভাবে গ্রহণ করতে হবে।
advertisement
14/14
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Horoscope 2025: সামনেই তো বর্ষবরণ, রাশিচক্রের সমস্ত রাশির কেমন যাবে ২০২৫ সালটা? শুনে নিন জ্যোতিষীর কাছ থেকে