Makar Sankranti 2025: মকর সংক্রান্তি থেকেই ফুল পাল্টি! সূর্যের কৃপায় লালে লাল হতে দান করুন আশ্চর্য জিনিস! নিমেষেই জেগে উঠবে শুয়ে থাকা ভাগ্য
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
Makar Sankranti 2025 Daan আর কিছু দিনের মধ্যেই হতে চলেছে মকর সংক্রান্তি। এই সময় গ্রহের রাজা সূর্য দেব শনির রাশি মকরে প্রবেশ করতে চলেছেন। এই সময় মকর গোচর হতে চলেছে। মনে করা হয়, এই মকর সংক্রান্তিতে অনেকেই পুণ্যস্নান করেন।
advertisement
1/6

আর কিছু দিনের মধ্যেই হতে চলেছে মকর সংক্রান্তি। এই সময় গ্রহের রাজা সূর্য দেব শনির রাশি মকরে প্রবেশ করতে চলেছেন। এই সময় মকর গোচর হতে চলেছে। মনে করা হয়, এই মকর সংক্রান্তিতে অনেকেই পুণ্যস্নান করেন। প্রতীকী ছবি
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই দিন সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ শুরু করে। ফলে এই সময় পুণ্যস্নান করা হয়। এই সময় বেশ কিছু জিনিস দান করা হয়। সেইগুলি দেখে নেওয়া যাক কোন কোন জিনিসগুলি দান করা উচিত। প্রতীকী ছবি
advertisement
3/6
গুড়- মকর সংক্রান্তির দিন ভোরবেলা কোনও পবিত্র নদীতে স্নান করার পর পরিষ্কার কাপড় পরিধান করে সূর্যদেবকে স্মরণ করে গুড় দান করা উচিত। মকর সংক্রান্তির দিন গুড় দান করা সবথেকে শুভ বলে মনে করা হয়। প্রতীকী ছবি
advertisement
4/6
কালো তিল- মকর সংক্রান্তির দিন গুড়ের সঙ্গে তিলের দান করুন। কালো তিল দানের ফলে শনিদেব প্রসন্ন হন। এই দানের ফলে শনিদেবের কৃপা পেতে পারেন। প্রতীকী ছবি
advertisement
5/6
মান্যতা অনুসারে সূর্য এবং শনি একে অপরের পিতা এবং পুত্র, কিন্তু দুজনেই একে অপরের সঙ্গে শত্রু ভাব। এর ফলে মনে করা হয় শনি এবং সূর্যের একসঙ্গে থাকলে তা শুভ ফল প্রদান করে না। কিন্তু, এই সময় সূর্য এবং শনির শুভ ফল পাওয়া যায়। প্রতীকী ছবি
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Makar Sankranti 2025: মকর সংক্রান্তি থেকেই ফুল পাল্টি! সূর্যের কৃপায় লালে লাল হতে দান করুন আশ্চর্য জিনিস! নিমেষেই জেগে উঠবে শুয়ে থাকা ভাগ্য