Laxmi Narayan Rajyog: ৫০০ বছর পর তৈরি হতে চলেছে দুর্লভ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৩ রাশির জীবনে ধনবর্ষা! পদে পদে মিলবে অপার বৈভব
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কিছু সময় অন্তর গ্রহ এবং নক্ষত্রের গোচরের ফলে শুভ এবং রাজযোগের সৃষ্টি হয়।
advertisement
1/7

বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কিছু সময় অন্তর গ্রহ এবং নক্ষত্রের গোচরের ফলে শুভ এবং রাজযোগের সৃষ্টি হয়।
advertisement
2/7
এর ফলে মানবজীবনের সঙ্গে দেশ-দুনিয়াতেও প্রভাব পড়তে দেখা যায়
advertisement
3/7
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, ৫০০ বছর বাদে তৈরি হতে চলেছে লক্ষ্মী-নারায়ণ যোগ। এরফলে রাশিগুলির মধ্যে আকস্মিক ধনলাভ হতে চলেছে, এছাড়াও পদে উন্নতির যোগ রয়েছে।
advertisement
4/7
মীন রাশিআপনাদের জন্য এই লক্ষ্মী নারায়ণ যোগ অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে। ফলে, এই সময় আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে। এছাড়াও, এই সময় আপনার কাজেও উন্নতির যোগ রয়েছে। এই সময় আপনার কাজ সম্পর্কিত নতুন সুযোগ মিলবে। মনোরঞ্জনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময় নতুন সুযোগ আসবে। বিবাহিতদের মধ্যে দাম্পত্য জীবন সুখের কাটবে। এছাড়াও এই সময় অবিবাহিত মানুষদের বিবাহের যোগ রয়েছে।
advertisement
5/7
ধনু রাশিলক্ষ্মী নারায়ণ রাজযোগ আপনাদের জীবনে শুভদিনের বার্তা নিয়ে আসবে। কারণ শুক্র আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। এই সময় কর্মক্ষেত্রে আধিকারিকদের সঙ্গে ভাল সম্পর্কের দরুন আপনি কাজ হাসিল করতে পারবেন। এই সময় বস ক্ষেত্রেই আপনার উন্নতি হবে। এছাড়াও এই সময় আপনি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এই সময় আপনার মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
advertisement
6/7
বৃষ রাশিআপনাদের জন্য লক্ষ্মী নারায়ণ রাজযোগ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, বুধ এবং শুক্র রাশি এই সময় আপনার ১১ স্থানে সঞ্চরণ করবেন। এই সময় আপনার ভাল আয় হবে। একইসঙ্গে ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। এই সময় আপনি বিনিয়োগ থেকেও লাভ পাবেন। এছাড়াও পাসপোর্ট এবং ই-ট্রান্সপোর্টে কাজ করা ব্যক্তিরা এই সময় লাভ করবেন। এছাড়াও এই সময় আপনি মানসিক ভাবে শান্ত এবং স্থির থাকবেন ফলে সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বু্দ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Laxmi Narayan Rajyog: ৫০০ বছর পর তৈরি হতে চলেছে দুর্লভ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৩ রাশির জীবনে ধনবর্ষা! পদে পদে মিলবে অপার বৈভব