Horoscope 2025: শনি থেকে বৃহস্পতি, আগামী বছর দুই গ্রহের কৃপায় সোনায় মুড়বে কোন কোন রাশি?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বৈদিক জ্যোতিষ অনুসারে ২০২৫ সালে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। এই রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের উপর বিশেষ প্রভাব দেখা যাবে। এরমধ্যে ন্যায় দাতা শনি দেব এবং দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবেন।
advertisement
1/5

বৈদিক জ্যোতিষ অনুসারে ২০২৫ সালে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। এই রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের উপর বিশেষ প্রভাব দেখা যাবে। এরমধ্যে ন্যায় দাতা শনি দেব এবং দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবেন। প্রতীকী ছবি
advertisement
2/5
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, ২০২৫ সালের শুরু হবে শনিদেবের কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশের মাধ্যমে। সেই সময়েই আবার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবেন। ফলে এই দুই গ্রহের প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের উপরেই। দেখে নেওয়া যাক কোন কোন রাশি সবথেকে বেশি লাভবান হবে। প্রতীকী ছবি।
advertisement
3/5
মকর রাশি২০২৫ সাল আপনার জন্য লাকি হতে চলেছে। ২০২৫ সালে শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন। ফলে আপনার উপর থেকে সাড়ে সাতির প্রভাব শেষ হয়ে যাবে। আপনার মানসিক চাপ অনেকটাই কমে যাবে। এছাড়াও চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। জীবনের লক্ষ্যে সহজেই পৌঁছতে পারবেন। কিছু সময় অন্তর আকস্মিক ধনলাভ হবে। লম্বা সময় ধরে কোনও আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটবে। এই সময় নতুন সম্পত্তি বা বাহন ক্রয়ের কথা ভাবতে পারেন। প্রতীকী ছবি।
advertisement
4/5
বৃশ্চিক রাশি২০২৫ সাল এই রাশির জন্য খুবই ভাল হতে চলেছে। শনির ধাইয়া থেকে মুক্তি পেতে চলেছেন এই রাশির জাতক/জাতিকারা। সন্তানদের নিয়ে কোনও সুখবর পেতে পারেন এই সময়। অর্থাৎ, সন্তানের বিবাহ বা চাকরি সংক্রান্ত বিষয়ে সুখবর পেতে পারেন। এছাড়াও এই সময় জমি-জমা কেনার কথা ভাবতে পারেন। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও ভেবে থাকা কোনও কাজে সফল হবেন। প্রতীকী ছবি।
advertisement
5/5
মিথুন রাশি২০২৫ সাল মিথুন রাশির জন্য অনুকুল হতে চলেছে। কারণ শনিদেব আপনার জীবনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। এছাড়াও কাজ-কারবারে উন্নতি হবে। বেকারদের চাকরির সম্ভাবনা প্রবল। ব্যবসায় মুনাফার সম্ভাবনা রয়েছে, এবং আপনি ব্যবসায় ভাল লাভ করবেন। দাম্পত্য জীবন সুখের কাটবে। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Horoscope 2025: শনি থেকে বৃহস্পতি, আগামী বছর দুই গ্রহের কৃপায় সোনায় মুড়বে কোন কোন রাশি?