Angel Number: চোখের সামনে বার বার দেখছেন ১১:১১? জীবনে কোন বার্তা ? কী লুকিয়ে রহস্য় সংখ্যায়?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কিন্তু সংখ্যা জ্যোতিষ শাস্ত্র একে নিছকই সমাপতন বা কাকতালীয় হিসেবে মানতে নারাজ। এই প্রসঙ্গে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন সংখ্যা জ্যোতিষ মতে, ১১:১১ একমাত্র সময়, যখন ঘড়িতে সমস্ত সংখ্যা সমান থাকে।
advertisement
1/15

অনেক সময় আমরা ঘড়ির কাঁটায় বা নিজের ডিজিটাল ঘড়িতে ১১টা বেজে ১১ মিনিটে অর্থাৎ (১১:১১) এইরকম সময়ে বার বার চোখ যায়। আবার মোবাইল, ল্যাপটপেও এই সময় দেখে উৎফুল্ল হয়ে পড়েন অনেকে। অন্য দিকে কোনও চেক, কোনও বই, হোর্ডিং বা পথ চলতে গিয়ে বার বার ১১১১ সংখ্যা চোখে পড়লে অনেকেই তা সমাপতন ভেবে উড়িয়ে দেন। প্রতীকী ছবি
advertisement
2/15
কিন্তু সংখ্যা জ্যোতিষ শাস্ত্র একে নিছকই সমাপতন বা কাকতালীয় হিসেবে মানতে নারাজ। এই প্রসঙ্গে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন সংখ্যা জ্যোতিষ মতে, ১১:১১ একমাত্র সময়, যখন ঘড়িতে সমস্ত সংখ্যা সমান থাকে। জ্যোতিষে এই সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। ঘড়িতে ১১:১১ দেখে অনেকে আবার রোমাঞ্চিতও হন। উল্লেখ্য ১১১১ সংখ্যাটিকে অ্যাঞ্জেল নম্বর বলা হয়। প্রতীকী ছবি
advertisement
3/15
অ্যাঞ্জেল নম্বর ১১১১-এর অর্থএই সংখ্যায় মোট ৪টি ১-এর শক্তি রয়েছে। যা বিশেষ করে তোলে এই নম্বরকে । এখানকার প্রতিটি ১ কিছু না-কিছু বার্তা বহন করে। এমন হলে আসল সংখ্যার শক্তি বহুগুণ বাড়তে শুরু করে।মনে করা হয় ব্রহ্মাণ্ডের পাঠানো অ্যাঞ্জেলদের ভাষা এটি। এর মাধ্যমে অ্যাঞ্জেলরা আমাদের সঙ্গে কথা বলে এবং ব্রহ্মাণ্ডের বার্তা আমদের কাছে পাঠায়। নম্বর ১-এর অর্থ নতুন সূচনা। ধরা হয়, অ্যাঞ্জেলদের তত্ত্বাবধানে নতুন কোনও কাজ শুরু হতে চলেছে। তাই জয় নিশ্চিত। প্রতীকী ছবি
advertisement
4/15
অ্যাঞ্জেল নম্বরের দ্বিতীয় ১, অর্থাৎ ১১ সংখ্যা একটি বিশেষ বার্তা বহন করে। এই নম্বর আধ্যাত্মিক উন্নতির প্রতীক। ১১:১১ বা ১১১১ বার বার দেখলে, বুঝবেন আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন অ্যাঞ্জেলরা। এই সংখ্যা ব্যক্তিকে উন্নতির দিকে নিয়ে যায়। প্রতীকী ছবি
advertisement
5/15
অ্যাঞ্জেল নম্বরের দ্বিতীয় ১, অর্থাৎ ১১ সংখ্যা একটি বিশেষ বার্তা বহন করে। এই নম্বর আধ্যাত্মিক উন্নতির প্রতীক। ১১:১১ বা ১১১১ বার বার দেখলে, বুঝবেন আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন অ্যাঞ্জেলরা। এই সংখ্যা ব্যক্তিকে উন্নতির দিকে নিয়ে যায়। প্রতীকী ছবি
advertisement
6/15
এর পর জেনে নেওয়া যাক তিনটি এক অর্থাৎ ১১১-এর অর্থ । এই সংখ্যার অর্থ, ব্যক্তি যা ভাববে, তাই বাস্তবে পরিণত হবে। তাই কিছু ভাবার আগেও ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত। আপনার চিন্তাভাবনার আপনার জীবনেই প্রতিফলিত হবে। প্রতীকী ছবি
advertisement
7/15
এই সংখ্যা ব্যক্তিকে ইতিবাচক চিন্তাভাবনার সঙ্গে লক্ষ্যে মনোনিবেশ করার পরামর্শ দিচ্ছে। মনে করা হয়, অ্যাঞ্জেল আপনাকে পথ দেখাচ্ছে। সেই পথে হাঁটলে সাফল্য অর্জন করতে পারবেন। আবার ব্যক্তি কোনও সিদ্ধান্ত নেওয়ার পর বার বার এই সংখ্যা চোখের সামনে এলে বুঝবেন, আপনি সঠিক পথে হাঁটছেন। প্রতীকী ছবি
advertisement
8/15
অ্যাঞ্জেল নম্বর ১১১১ নতুন সূচনার ইঙ্গিত দেয়। জীবনে উন্নতি করার সময় এটি। নিজের ভুল সংশোধন করে এগিয়ে যেতে বলে এই সংখ্যা। প্রতীকী ছবি
advertisement
9/15
আবার প্রেম জীবনেও এই নম্বরটি কোনও বিশেষ ঘটনার দিকে ইঙ্গিত করে—১. এই সংখ্যাটি নতুন সূচনার প্রতীক। তাই কোনও সিঙ্গেল জাতক এই সংখ্যা দেখলে বুঝবেন, শীঘ্র তাঁদের জীবনে কোনও বিশেষ মানুষের আগমন ঘটতে চলেছে। প্রতীকী ছবি
advertisement
10/15
আবার প্রেমিক বা প্রেমিকার মধ্যে কোনও সমস্যা চলতে থাকলে এই সংখ্যা তার সমাধানের দিকে ইঙ্গিত দেয়। অন্য দিকে কোনও বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলে এটি। এ ক্ষেত্রে জীবনে নতুন সঙ্গীর আবির্ভাব ঘটতে পারে। প্রতীকী ছবি
advertisement
11/15
যে ব্যক্তিদের কাছে ভালোবাসা নিছকই একটি খেলা তাঁরা বার বার এই সংখ্যা দেখলে বুঝতে হবে, সঙ্গীর সঙ্গে বিবাদ হলে সম্পর্ক শেষ করে সেখান থেকে বেরিয়ে আসবেন। প্রতীকী ছবি
advertisement
12/15
উল্লেখ্য, সাধারণ ধারণা অনুযায়ী, ব্যক্তি যে সময় এই সংখ্যা দেখে, তখনই নিজের কোনও ইচ্ছা প্রকাশ করা উচিত। ১১টা বেজে ১১ মিনিটে চোখ বন্ধ করে প্রার্থনা করুন। আবার যখন কোনও ব্যক্তি এই সংখ্যা দেখে, সে সময় তাদের আশপাশে কিছু না-কিছু ঘটতে শুরু করে। প্রতীকী ছবি
advertisement
13/15
সংখ্যা জ্যোতিষে ১১ সংখ্যাটি ধৈর্য, সততা, সংবেদশনশীলতা ও আধ্যাত্মিকতার প্রতীক। মনে করা হয় যে, ১১ সংখ্যাটি ২ বার দেখার পিছনে কোনও গুরুত্বপূর্ণ ইঙ্গিত থাকতে পারে। প্রতীকী ছবি
advertisement
14/15
বার বার ১১:১১ বা ১১১১ সংখ্যা দেখলে সেই সময় শান্ত হন। চোখ বন্ধ করে মন ও মস্তিষ্ককে বিশ্রাম দিন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সময়টি আপনার সাহায্য করতে পারে। নিজের অন্তরাত্মার সঙ্গে একাত্ম হয়ে যান এবং ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তিকে বোঝার চেষ্টা করুন। এ সময় আপনি এমন কিছু জানতে বা বুঝতে পারবেন, যা আপনার পৃথিবী পাল্টে দিতে পারে। প্রতীকী ছবি
advertisement
15/15
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Angel Number: চোখের সামনে বার বার দেখছেন ১১:১১? জীবনে কোন বার্তা ? কী লুকিয়ে রহস্য় সংখ্যায়?