Lottery Prediction: মেষ থেকে মীন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে লটারি ভাগ্য চমকাবে কাদের? কোটিপতি হওয়ার ইঙ্গিত কোন কোন রাশির?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
লটারির টিকিট কেটে লাখপতি বা কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। লটারির টিকিট কাটতে অনেকেই পছন্দ করেন।
advertisement
1/15

লটারির টিকিট কেটে লাখপতি বা কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। লটারির টিকিট কাটতে অনেকেই পছন্দ করেন। অনেকেই আবার লটারির টিকিট কাটেন নিজের ভাগ্য যাচাই করে দেখার জন্য। কিন্তু, লটারির টিকিট কেটে যদি পুরস্কার পাওয়া যায়, তাহলে আনন্দের সীমা থাকে না। সেক্ষেত্রে লটারি থেকে সহজে টাকা পাওয়া তা যথেষ্ট আনন্দের বিষয়। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কোন কোন রাশির অর্থ প্রাপ্তি রয়েছে তা দেখে নেওয়া যাক। প্রতীকী ছবি
advertisement
2/15
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, বেশ কিছু রাশির ভাগ্যে লটারির যোগ প্রবল রয়েছে। কোন কোন রাশির ভাগ্যে রয়েছে লটারি পাওয়ার যোগ তা দেখে নেওয়া যাক। প্রতীকী ছবি।
advertisement
3/15
মেষ– এই সপ্তাহে মেষ রাশির জন্য খুব ভাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এই রাশির জাতকরা ভাগ্য পরখ করতেই পারেন এই সপ্তাহেই। প্রতীকী ছবি
advertisement
4/15
বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারির দিকে না এগোনোই উচিত। কারণ এই সপ্তাহে এই রাশির অর্থপ্রাপ্তির বিশেষ যোগ নেই। তাই ভাগ্য পরীক্ষা থেকে আপাতত বিরত থাকুন। প্রতীকী ছবি।
advertisement
5/15
মিথুন– মিথুন রাশির জন্য গোটা সপ্তাহটা মোটামুটি ভাল যাবে। একবার লটারি কেটে ভাগ্য যাচাই করে দেখতেই পারেন। প্রতীকী ছবি
advertisement
6/15
কর্কট– সপ্তাহের শুরুতে কর্কট রাশির জন্য ভাল হলেও সপ্তাহের মাঝের পর থেকে খুব একটা অর্থপ্রাপ্তির যোগ নেই। তাই এই সপ্তাহে এই রাশির লটারির টিকিট কেটে খুব একটা লাভ হবে না। প্রতীকী ছবি।
advertisement
7/15
সিংহ– সিংহ রাশির জাতক/জাতিকারা এই সপ্তাহে ভাগ্য খুব একটা সহায় হবে না। লটারির ক্ষেত্রে কম অঙ্কের লটারি কাটুন। খুব বেশি অঙ্কের লটারি কাটবেন না। ভাল ফলের আশা খুব একটা নেই। প্রতীকী ছবি।
advertisement
8/15
কন্যা– এই গোটা সপ্তাহটাই কন্যা রাশির জাতক/জাতিকাদের জন্য বেশ ভাল যাবে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভাগ্য পরখ করে দেখতেই পারেন। প্রতীকী ছবি
advertisement
9/15
তুলা– তুলা রাশির ক্ষেত্রে লটারির জন্য এই সপ্তাহটা খুব একটা ভাল যাবে না। এই সপ্তাহটা লটারি না কাটাই ভাল। প্রতীকী ছবি
advertisement
10/15
বৃশ্চিক– লটারির টিকিট কাটার ক্ষেত্রে বৃশ্চিক রাশির ব্যক্তিরা একটু ভেবে এগোবেন। বেশি অঙ্কের লটারি ভুলেও কাটবেন না। ভাল ফল নাও হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
11/15
ধনু– ধনু রাশির জাতক/জাতিকাদের জন্য এই গোটা সপ্তাহটা মিশ্র ফল দেবে। ভাগ্য পরখ করতে চাইলে এক থেকে দু'বার লটারি কেটে দেখতে পারেন। তবে বেশি অঙ্কের লটারি কাটবেন না। প্রতীকী ছবি।
advertisement
12/15
মকর– মকর রাশির মানুষেরা সপ্তাহের শুরুতেই একবার লটারি কেটে ভাগ্য যাচাই করে দেখতেই পারেন। কারণ, এই রাশির জাতক/জাতিকাদের মধ্য ভাগে এবং শেষের দিকে ভাল ফল পাওয়ার সম্ভাবনা কম। প্রতীকী ছবি
advertisement
13/15
কুম্ভ– লটারি কাটার জন্য কুম্ভ রাশির লোকেদের সপ্তাহের শেষের দিকটা বেশ ভাল যাবে। এই সময় লটারির টিকিট কেটে ভাগ্য পরখ করতেই পারেন। প্রতীকী ছবি।
advertisement
14/15
মীন– মীন রাশির জন্য সপ্তাহের মাঝের থেকে শুরু এবং শেষের থেকে বেশি ভাল যাবে। ফলে সপ্তাহের ওই সময় লটারি কেটে দেখতে পারেন। ভাগ্য সঙ্গ দিতেই পারে। প্রতীকী ছবি।
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lottery Prediction: মেষ থেকে মীন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে লটারি ভাগ্য চমকাবে কাদের? কোটিপতি হওয়ার ইঙ্গিত কোন কোন রাশির?