Guru Gochar 2024: ২৮ নভেম্বর থেকেই বৃহস্পতি তুঙ্গে মালামাল তিন রাশি, শুয়ে থাকা ভাগ্য উঠবে জেগে এবার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দেবতাদের গুরু হিসাবে ধরা হয় বৃহস্পতিকে। নবগ্রহের মধ্যে এই গ্রহের মাহাত্ম্য সবথেকে বেশি। এই বৃহস্পতির রাশি পরিবর্তন জাতক/জাতিকাদের জীবনে কোনও না কোনও ভাবে প্রভাব ফেলে।
advertisement
1/6

দেবতাদের গুরু হিসাবে ধরা হয় বৃহস্পতিকে। নবগ্রহের মধ্যে এই গ্রহের মাহাত্ম্য সবথেকে বেশি। এই বৃহস্পতির রাশি পরিবর্তন জাতক/জাতিকাদের জীবনে কোনও না কোনও ভাবে প্রভাব ফেলে। দেবগুরু বৃহস্পতি যেকোনো রাশিতে মোটামুটি এক বছর পর্যন্ত অবস্থান করেন। এছাড়াও বিভিন্ন সময় এই গ্রহ নক্ষত্র পরিবর্তন করে থাকে। এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব বেশ কিছু রাশির উপর পড়ে। প্রতীকী ছবি।
advertisement
2/6
এই প্রসঙ্গে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, আগামী ২৮ নভেম্বর দুপুর ১টা বেজে ১০ মিনিটে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। ফলে আগামী বছর ২০২৫ সালের ১০ এপ্রিল পর্যন্ত ওই স্থানেই বিরাজ করবেন। ফলে এই নক্ষত্র পরিবর্তনে লাভ হতে চলেছে বেশ কিছু রাশির। দেখে নেওয়া যাক কোন কোন রাশি এই রাশি পরিবর্তনের ফলে লাভবান হতে চলেছেন। প্রতীকী ছবি
advertisement
3/6
সিংহ রাশিগুরু রোহিণী নক্ষত্রে প্রবেশ করার ফলে এই রাশির জাতক/জাতিকাদের জীবনে লাভজনক প্রভাব পড়তে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হতে চলেছে। আকস্মিকভাবে কোনও ধনলাভ হতে চলেছে। চাকরিপ্রত্যাশীরা নতুন চাকরি পেতে চলেছেন। এছাড়াও চাকরিজীবীদের নতুন চাকরিতে সফলতা লাভ হবে। বেতনবৃদ্ধির যোগ রয়েছে। যারা ব্যবসা শুরু করতে চান তাঁরা এই সময় ব্যবসা শুরু করতে চান। বিদেশে যারা চাকরি করতে চান তাঁদের বিদেশ যাওয়ার যোগ রয়েছে। এছাড়াও বিদেশ থেকে ব্যবসায় লাভ হতে চলেছে। সমাজে মান-সম্মান বৃদ্ধি হতে চলেছে। প্রতীকী ছবি
advertisement
4/6
কর্কট রাশিএই রাশির জাতক/জাতিকাদের জন্য এই সময় শুভ হতে চলেছে। সমাজে মান-সম্মান বৃদ্ধি হতে চলেছে। বাধাপ্রাপ্ত কোনও কাজ সম্পূর্ণ হতে চলেছে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। নতুন চাকরি যারা পেয়েছেন তাঁদের পদোন্নতির যোগ রয়েছে। ভাই-বোনদের সঙ্গে ভাল সময় কাটবে। এছাড়াও আপনার জীবনে কোনও লক্ষ্যপূরণ হতে চলেছে। প্রতীকী ছবি।
advertisement
5/6
ধনু রাশিরোহিণী নক্ষত্রের বৃহস্পতির এই গোচরে লাভপ্রদ হতে চলেছে ধনু রাশির জাতক/জাতিকাদের। আপনি এই সময় ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনার ইচ্ছাপূরণ হতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। এছাড়াও আয়ের নানান উপায় আপনার সামনে উন্মুক্ত হবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। প্রতীকী ছবি
advertisement
6/6
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Guru Gochar 2024: ২৮ নভেম্বর থেকেই বৃহস্পতি তুঙ্গে মালামাল তিন রাশি, শুয়ে থাকা ভাগ্য উঠবে জেগে এবার