Shani Mahadasha: শনির মহাদশায় জীবন হবে ছারখার, কীভাবে বুঝবেন আপনার জীবনে নেমেছে শনির প্রকোপ?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনিদেবকে সবথেকে ক্রুর গ্রহ বলা হয়। কারণ এই গ্রহ জাতক/জাতিকাদের নিজেদের কর্ম অনুজায়ী ফলপ্রদান করে থাকেন।
advertisement
1/7

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনিদেবকে সবথেকে ক্রুর গ্রহ বলা হয়। কারণ এই গ্রহ জাতক/জাতিকাদের নিজেদের কর্ম অনুজায়ী ফলপ্রদান করে থাকেন। এই সময় জাতক/জাতিকারা জীবনে কখনও কখনও সাড়ে সাতি, মহাদশা এবং অন্তরদশার মুখোমুখি হন। প্রতীকী ছবি
advertisement
2/7
এই বিষয়ে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শনির মহাদশা কোনও জাতক/জাতিকাদের জীবনে ১৯ বছর পর্যন্ত চলে। আসুন জেনে নেওয়া যাক আপনার জীবনে শনির মহাদশার লক্ষণ আছে কি না। প্রতীকী ছবি
advertisement
3/7
জ্যোতিষ শাস্ত্র অনুসারে যদি আপনার দামি জিনিস বারবার হারিয়ে যায় তাহলে আপনার শনির মহাদশা চলতে পারে। প্রতীকী ছবি
advertisement
4/7
যদি আপনি মদ্যপান শুরু করেন এবং বহুচেষ্টা করেও তা ছাড়তে না পারেন তবে আপনি শনির মহাদশার প্রকোপে পড়েছেন। প্রতীকী ছবি
advertisement
5/7
যদি ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়, চুরি হয়ে যায়। তাহলেও আপনার শনির মহাদশা চলছে। প্রতীকী ছবি
advertisement
6/7
পরিবারের সদস্যদের অসুস্থ হয়ে পড়া, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, চাকরির ক্ষেত্রে প্রমোশন আটকে যাওয়া সবই শনির মহাদশার কারণ হিসাবে দেখা হয়। প্রতীকী ছবি
advertisement
7/7
শনির মহাদশার ফলে কোর্টে মামলা মোকদ্দমা হতে পারে। আইনি জটিলতা বাড়তে পারে। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Mahadasha: শনির মহাদশায় জীবন হবে ছারখার, কীভাবে বুঝবেন আপনার জীবনে নেমেছে শনির প্রকোপ?