TRENDING:

Yearly Horoscope‌ ‌2022‌: কর্মজীবন থেকে প্রেমজীবন, কেমন কাটতে চলেছে আগামী বছর? জেনে নিন এক ঝলকে

Last Updated:
Yearly Horoscope‌ ‌2022‌ - Horoscope‌ ‌2022‌ Predictions: দেখে নেওয়া যাক রাশিচক্রের ১২টি রাশির ক্ষেত্রে কেমন যাবে ২০২২ সাল ৷
advertisement
1/13
কর্মজীবন থেকে প্রেমজীবন, কেমন কাটতে চলেছে আগামী বছর? জেনে নিন এক ঝলকে
সামনেই এগিয়ে আসছে নতুন বছর ২০২২! নতুন বছর মানেই কিন্তু নতুন একটা জীবনের সূত্রপাত। অগত্যা আগামী বছর নিয়ে আমাদের ভাবনার অন্ত নেই, কার ভাগ্যে শিকে ছিড়বে আর কে হবেন লাভবান সেই নিয়ে অযথা না ভেবে চলুন চটপট দেখে নেওয়া যাক আমাদের রাশিচক্রের ১২টি রাশির ক্ষেত্রে কেমন যাবে এই বছর! রইল আগামী বছরের সম্পূর্ণ হালহদিশ। Representational Image
advertisement
2/13
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। মে থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি মেষ রাশিতে অবস্থানের কারণে এই সময় নেওয়া যে কোনও সিদ্ধান্ত জীবনের গতিপথে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করবে। প্রেম- বছরের শুরুতে জাতক-জাতিকাদের নিশ্চিত করতে হবে তারা কেমন সম্পর্ক চান, সেই মতো জীবন এগোবে। কর্মজীবন - বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এঁদের কেরিয়ার বা ব্যবসায়িক জীবনে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে। ১০ থেকে ১২ বছরে এমন যোগ সাধারণত একবার আসে। তাই স্বপ্নের চাকরি হোক বা কাজ, আবেদন করলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে।
advertisement
3/13
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। এই বছর এঁরা কাজ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকবেন। প্রেম জীবন- আত্ম-সম্পর্কের দ্বারা পরিচালিত হওয়ার চেয়ে ভালো আর কী হতে পারে? স্পষ্টতই নিজেকে ভালোবাসা এবং নিজের প্রতি মনোযোগ দেওয়া এই হোক আগামী বছরের লক্ষ্য! কর্মজীবন - চলতি বছরের অধিকাংশ গ্রহণ এই রাশিতে অবস্থান করবে। এর ফলে ব্যক্তিগত বৃদ্ধি, দীর্ঘমেয়াদী কর্মজীবনের পরিবর্তন এবং স্থিতিশীল নতুন সুযোগ আশা করাই যায়।
advertisement
4/13
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। বছরের প্রথমার্ধে নিজের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং দীর্ঘ জীবনের লক্ষ্যে স্বাস্থ্যকর অভ্যাস— দু’টিকেই প্রাধান্য দিতে হবে। প্রেম জীবন - নিজেকে সবার প্রথমে প্রশ্ন করতে হবে আমি তৈরি কি না? যদি হ্যাঁ হয় তবে মিথুন জাতক-জাতিকাদের জন্য সুখবর! সম্পর্কের নতুন জানলা খুলতে চলেছে। কর্মজীবন- এঁদের সৃজনশীলতাকে আরও উজ্জ্বল করার সময় এসেছে। বছরের প্রথমার্ধে, বৃহস্পতির সহায়তায় বৃদ্ধি এঁদের জীবনে উন্নতি এবং সমৃদ্ধি আসবে।
advertisement
5/13
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। নতুন বছরে নিজেকে খোলসের আড়াল থেকে বের করে আনতে হবে। এমন অনেক কিছুই আমাদের চারপাশে রয়েছে যা আমরা জানি না। পেশাদার কোনও কাজ বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়গুলি খুবই দরকারি। প্রেম জীবন সহ-নির্ভরশীলতা কাটাতে হবে। এটাই এই বছরে কর্কট জাতক-জাতিকাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্পর্কে রোম্যান্টিকতা খোঁজার পরিবর্তে তা কতখানি আসল সেই বিষয়ে চিন্তা করা উচিত। কর্মজীবন গুরুত্বপূর্ণ কাজের চুক্তি সম্পাদনা বা বড় কোনও পরিবর্তন আসতে পারে। বছরের দ্বিতীয় অংশে, বৃহস্পতি মেষ রাশির ১০তম ঘরে অবস্থানের কারণে কর্মজীবনে প্রতিপত্তি ও সৌভাগ্য দুইই বাড়বে।
advertisement
6/13
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। মে মাসে বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করার পরে, এঁরা নিজের সমস্ত প্রচেষ্টার ফলাফল দেখতে শুরু করবেন। প্রেম জীবন ২০২২ সিংহ রাশির মানুষদের জন্য আদর্শ সময়। সম্পর্ক থেকে কী চান সে বিষয় সচেতনতাই এঁদের সাফল্যের মূলমন্ত্র। কর্মজীবন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুক্র সিংহ রাশির সপ্তম ঘরে অবস্থানের কারনে কর্মজীবন ও অন্যান্য বিষয় নিয়ে চিন্তা-ভাবনার অবকাশ দেবে।
advertisement
7/13
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। রাশিচক্রের ১২টি রাশির মধ্যে সর্বদা কঠোর পরিশ্রমী রাশি হিসেবে এর পরিচিতি। প্রেম জীবন ডেটিং নিয়ে ভাবার সময় এসেছে। পছন্দের মানুষের সঙ্গে বেশি করে সময় কাটানো যেতেই পারে, এতে কিছু গুপ্ত কথা প্রকাশ পেলেও ক্ষতি নেই। কর্মজীবন বৃহস্পতি ১০ মে পর্যন্ত ৭তম ঘরে থাকার কারণে কর্মজীবনে লাভজনক অবস্থান থাকবে। নতুন সুযোগ আসতে পারে। বিদেশ ভ্রমণের যোগ থাকছে।
advertisement
8/13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আগামী বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত মেষ রাশিতে বৃহস্পতির অবস্থানের কারণে তুলা জাতিক-জাতিকাদের জীবনে নতুন সম্ভাবনার দিক খুলে দেবে, সে প্রেমজীবনই হোক বা কর্মজীবন। প্রেম জীবন সম্পর্কের মাঝে সুন্দর মুহূর্তগুলি উপভোগ করতে পারেন। কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে হবে। কর্মজীবন তুলা রাশির মানুষদের জন্য বছরের শুরুটা ব্যস্ততাপূর্ণ হবে। অর্জিত অর্থের পরিমাণ বাড়বে।
advertisement
9/13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। এটি এককথায় প্রেমে বছর, সে পার্টনার হোক বা প্যাশন। প্রেম জীবন জীবনে সত্যিকার র্থেই ভালোবাসা খুঁজে পাবেন। অযথা প্রত্যাশা না বাড়িয়ে সুন্দর মূহূর্তগুলিকে উপভোগ করার আদর্শ সময় এটি। কর্মজীবন কোনও বড় কাজে বিনিয়োগ এবং সৃজনশীলতা উভয়ই বছরের প্রথমার্ধে এঁদের ফোকাসে থাকলেও দ্বিতীয়ার্ধে মীন রাশিতে বৃহস্পতির অবস্থানের কারণে জীবনে শুভ পরিবর্তন আসবে। ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। এই বছর নিজেকে নিয়ে ভাববার সময়। বড় কোনও পরিবর্তন না আসলেও দৃষ্টিভঙ্গীতে অনেকতাই পরিবর্তন আসবে। প্রেম জীবন ভালোবাসার ক্ষেত্রে আঘাত মিলতে পারে, সে ক্ষেত্রে নিজের মধ্যে ভারসাম্য খোঁজাটাই বুদ্ধিমানের কাজ। কর্মজীবন বছর শুরুর সঙ্গে সঙ্গে ধনু এই রাশির জাতক-জাতিকাদের নগদ অর্থলাভে সহায়তা করবে। কাজের জায়গায় বেতন বাড়তে পারে।
advertisement
10/13
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। এই বছর নিজেকে নিয়ে ভাববার সময়। বড় কোনও পরিবর্তন না আসলেও দৃষ্টিভঙ্গীতে অনেকতাই পরিবর্তন আসবে। প্রেম জীবন ভালোবাসার ক্ষেত্রে আঘাত মিলতে পারে, সে ক্ষেত্রে নিজের মধ্যে ভারসাম্য খোঁজাটাই বুদ্ধিমানের কাজ। কর্মজীবন বছর শুরুর সঙ্গে সঙ্গে ধনু এই রাশির জাতক-জাতিকাদের নগদ অর্থলাভে সহায়তা করবে। কাজের জায়গায় বেতন বাড়তে পারে।
advertisement
11/13
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। এ বছর সাহসী লক্ষ্য নির্ধারণ করতে এবং তাতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবন ২০২২ সাল প্রেমের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সম্পর্কের বিষয়ে সাবধানী হতে হবে, নইলে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবন ২০২২ সাল এঁদের জন্য দারুন সব উপহার নিয়ে আসতে চলেছে। অর্জিত অর্থ এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে।
advertisement
12/13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি না ভেবে বর্তমানের ওপর মনোযোগ দেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রেম জীবন সম্পর্কে অধিক জোর দেওয়ার তুলনায় এ বছরের পরিবারের জন্য অধিক সময় ব্যয় হবে। ২০২২-এর শুরুটা স্বস্তিদায়ক থাকবে। কর্মজীবন সুসংবাদ! বৃহস্পতি বছরের প্রথমার্ধে মীন রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করায় আয় বৃদ্ধি পাবে। আপনার যা প্রাপ্য তা নিয়ে সরব হওয়া গুরুত্বপূর্ণ!
advertisement
13/13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। এই বছর নিজের প্রকৃত সত্ত্বাকে খুঁজে পাওয়ার সময়। প্রেম জীবন সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সমস্যা থাকলেও, এই চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে। অনুভূতি ভাগ করে নিতে না পারলে এঁদের বুঝতে হবে ভুল সম্পর্কে রয়েছেন। কর্মজীবন বৃহস্পতি বছরের বেশির ভাগ সময় এই রাশির প্রথম ঘরে থাকবে জন্য নিজেকে নিয়ে আরও বেশি সচেতন হবেন এঁরা। নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রেও উন্নতি আসবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Yearly Horoscope‌ ‌2022‌: কর্মজীবন থেকে প্রেমজীবন, কেমন কাটতে চলেছে আগামী বছর? জেনে নিন এক ঝলকে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল