TRENDING:

Holi Astro Tips: দোলের দিন এই সময়ের মধ্যে বাড়ির তুলসিতলায় পুঁতে দিন ১ জিনিস! বাস্তুদোষ দূর হয়ে ভাসবেন টাকার বন্যায়

Last Updated:
Holi Astro Tips: দোলযাত্রার শুভ তিথিতে কিছু জ্যোতিষ টিপস মনে রাখলে বাড়ি থেকে সব বাস্তু দোষ দূর হবে৷ সংসারে আসবে সুখ শান্তির বন্যা ও অর্থের জোয়ার৷
advertisement
1/7
দোলে এই সময়ের মধ্যে তুলসিতলায় পুঁতে দিন ১ জিনিস! বাস্তুদোষ দূর হয়ে আসবে টাকার বন্যা
দোলপূর্ণিমার বিশেষ মাহাত্ম্য আছে৷ এ বছর দোলের দিন চন্দ্রগ্রহণ আছে৷ ফলে জ্যোতিষ মাহাত্ম্য বেড়ে গিয়েছে কয়েক গুণ৷ দোলযাত্রার শুভ তিথিতে কিছু জ্যোতিষ টিপস মনে রাখলে বাড়ি থেকে সব বাস্তু দোষ দূর হবে৷ সংসারে আসবে সুখ শান্তির বন্যা ও অর্থের জোয়ার৷
advertisement
2/7
দোলপূর্ণিমা তিথিতে অনেকেই রাধাগোবিন্দের পুজো করেন৷ শুভ সময় অনুযায়ী পুজো করা হয় সত্যনারায়ণেরও৷ এই দিন গঙ্গাস্নানও খুব শুভ৷ গঙ্গাস্নানে যেতে না পারলে বাড়িতেই স্নানের জলে মিশিয়ে নিন একটু গঙ্গাজল৷ বলছেন জ্যোতিষ বিশারদ অরবিন্দ ত্রিপাঠী৷
advertisement
3/7
এই তিথিতে তুলসিগাছে জলে দেওয়ার সময় তাতে একটু কাঁচা দুধ মিশিয়ে নিন৷ সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে৷ বাড়ি থেকে দূর হবে রোগ ব্যাধি৷
advertisement
4/7
তুলসিতলায় দোলের দিন নিবেদন করুন সাদা তিল ও আখের গুড়৷ তাহলে সব বাধা বিঘ্ন কেটে গিয়ে আসবে সুসময়৷ দূর হবে বিপত্তি৷ পাবেন লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ৷
advertisement
5/7
এই তিথিতে নিখুঁত পান, গোটা সুপুরি, আতপ চাল, ১ টাকার কয়েন, সাদা কড়ি দিয়ে সাজিয়ে অর্ঘ্য নিবেদন করুন মা লক্ষ্মীকে৷ এর পর সাজিয়ে দিন ফলপ্রসাদ ও নৈবেদ্য৷
advertisement
6/7
এর পর বীজমন্ত্র পাঠ করে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করুন৷ প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷
advertisement
7/7
মা লক্ষ্মীকে যা যা নিবেদন করেছেন, সে সব একটি লাল শালুতে মুড়ে পুঁতে দিন তুলসিতলায়৷ এই কাজটি করতে হবে সূর্যাস্তের আগে৷ সংসার থেকে সব অশুভ শক্তি দূর হয়ে যাবে৷ অর্থকষ্ট কেটে ভাসবেন টাকার বৃষ্টিতে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Holi Astro Tips: দোলের দিন এই সময়ের মধ্যে বাড়ির তুলসিতলায় পুঁতে দিন ১ জিনিস! বাস্তুদোষ দূর হয়ে ভাসবেন টাকার বন্যায়
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল