TRENDING:

Holi 2025: কবে পালিত হবে দোলপূর্ণিমা? কবেই বা হোলি? দুদিন ধরে পালিত হতে চলেছে উৎসব? সঠিক দিনক্ষণ জেনে নিন

Last Updated:
Holi 2025 Date : আর কিছুদিন বাদেই দোলপূর্ণিমা। গোটা ভারত মেতে উঠবে রঙয়ের উৎসবে। এই সময় দেশের আনাচে কানাচে দোল এবং হোলি উৎসব পালন করা হয়। রংয়ের উৎসবে সকলে সামিল হন। হাসি-খুশিতে মেতে ওঠেন ছোট থেকে বড়রা।
advertisement
1/5
কবে পালিত হবে দোলপূর্ণিমা? কবেই বা হোলি? দুদিন ধরে পালিত হতে চলেছে উৎসব? সঠিক দিনক্ষণ জেনে
আর কিছুদিন বাদেই দোলপূর্ণিমা। গোটা ভারত মেতে উঠবে রঙয়ের উৎসবে। এই সময় দেশের আনাচে কানাচে দোল এবং হোলি উৎসব পালন করা হয়। রংয়ের উৎসবে সকলে সামিল হন। হাসি-খুশিতে মেতে ওঠেন ছোট থেকে বড়োরা। (প্রতীকী ছবি)
advertisement
2/5
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, হিন্দুধর্ম মতে দোল পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দোলযাত্রা উৎসবে শ্রীকৃষ্ণ ও রাধারানীর ঐশ্বরিক প্রেমলীলার উদযাপন করা হয়। এই মার্চেই দেশজুড়ে রংয়ের উৎসব পালনে মেতে উঠবেন অনেকে। তার আগে অবশ্য অনেকের মনে একটি প্রশ্ন জেগেছে। তা হল, এ বছর কবে পড়েছে হোলি, আর কোনদিনই বা দোলযাত্রা? দুটো তারিখের কথা আলোচনায় উঠে আসছে। আসল তারিখটা কী? (প্রতীকী ছবি)
advertisement
3/5
এ বছর হোলি কবে? এ বছর রঙের উৎসব পালিত হবে আগামী ১৪ মার্চ। পূর্ণিমা তিথি শুরু হবে ১৩ মার্চ সকাল ১০.৩৫ মিনিট থেকে। আর তা শেষ হবে ১৪ মার্চ ১২.২৩ মিনিটে। (প্রতীকী ছবি)
advertisement
4/5
এই বছর হোলি আসলে দু’দিন ধরে পালিত হবে। প্রথম দিন হোলিকা দহন হয়। যা এ বছর হবে ১৩ মার্চ। আর দ্বিতীয় দিন রঙ খেলা হয়। যাকে বেশিরভাগ মানুষ হোলি বলে থাকেন। সকলে রং দিয়ে, আবির দিয়ে, পিচকারি দিয়ে মজায় মেতে ওঠেন। সঙ্গে থাকে মিষ্টি, ঠাণ্ডাই এর মতো খাবার-পানীয়। তার সঙ্গে হালকা গান এবং খুশিতে নাচ। (প্রতীকী ছবি)
advertisement
5/5
ভারতে এ বছর কবে পালিত হবে হোলি? এ বছর ১৩ মার্চ হোলিকা দহন হবে। হোলির আগের রাতে এটি পালন করার চল রয়েছে। আমরা অনেকেই এই হোলিকা দহনকে ন্যাড়া পোড়া বলে থাকি। যা আসলে অসুর হোলিকাকে পোড়ানোর প্রতীক হিসেবে ধরা হয়। এ কাজ করলে পাপ, লোভ, হিংসার শেষ হয় বলে মনে করা হয়। এরপর ১৪ মার্চ রঙ উৎসব পালনে সকলে মেতে উঠবেন। এ ছাড়া চৈত্র কৃষ্ণ প্রতিপদে উদয়া তিথি পড়ছে বলে ভারতের বিভিন্ন প্রান্তে ১৫ মার্চও হোলি পালিত হবে। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Holi 2025: কবে পালিত হবে দোলপূর্ণিমা? কবেই বা হোলি? দুদিন ধরে পালিত হতে চলেছে উৎসব? সঠিক দিনক্ষণ জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল