TRENDING:

Holika Dahan 2025: আগামিকাল নেড়াপোড়া, ঘরের সুখ সমৃদ্ধি বজায় রাখতে মেনে চলুন কিছু টোটকা! উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালান্স, কাটবে সমস্ত দোষ!

Last Updated:
দোলযাত্রার আগের দিন অর্থাৎ ১৩ মার্চ, বৃহস্পতিবার নেড়াপোড়া। প্রতি বছরই দোলের আগের দিন এই উৎসব পালিত হয়। শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আহ্বান জানানোর উৎসব হল নেড়াপোড়া।
advertisement
1/6
আগামিকাল নেড়াপোড়া, ঘরের সুখ সমৃদ্ধি বজায় রাখতে মেনে চলুন কিছু টোটকা!
দোলযাত্রার আগের দিন অর্থাৎ ১৩ মার্চ, বৃহস্পতিবার নেড়াপোড়া। প্রতি বছরই দোলের আগের দিন এই উৎসব পালিত হয়। শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আহ্বান জানানোর উৎসব হল নেড়াপোড়া। নেড়াপোড়া উৎসবের পরের দিন দোল উৎসব। (প্রতীকী ছবি)
advertisement
2/6
নানা ধরনের শুকনো পাতা, খড়, কাঠকুটো, খেজুর গাছের পাতা, নারকেল গাছের পাতা প্রভৃতি দিয়ে একটা পুতুলের রূপকল্প তৈরি করে জ্বালানো হয় এ দিন সন্ধ্যায়। নেড়াপোড়ায় আলু বা রাঙাআলু পুড়িয়ে ভোগ হিসাবে খাওয়া হয়। জ্যোতিষশাস্ত্রে নেড়াপোড়ার গুরুত্ব অপরিসীম। এই দিন বিশেষ কিছু টোটকা পালন করলে খুব ভাল উপকার পাওয়া যায়। (প্রতীকী ছবি)
advertisement
3/6
বাড়িতে টাকাপয়সার সমস্যা থাকলে নেড়াপোড়ার আগুনে একটা শুকনো নারকেল দিয়ে দিন। এর ফলে লক্ষ্মীদেবী প্রসন্ন হন এবং আর্থিক উন্নতি ঘটে।দাম্পত্য কলহ দূর করতে চাইলে বা দীর্ঘ দিন ধরে বিয়ে আটকে থাকলে বাজার থেকে হোমের সামগ্রী কিনে এনে নেড়াপোড়ার আগুনে দিয়ে দিন, ভাল ফল পাবেন। (প্রতীকী ছবি)
advertisement
4/6
ছোট এক টুকরো চন্দন কাঠ নেড়াপোড়ায় দিলে বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।গোবর শুকিয়ে যে ঘুঁটে তৈরি হয়, তা যদি নেড়াপোড়ার আগুনে দেওয়া যায়, তা-হলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয় পজিটিভ শক্তি প্রবেশ করে। (প্রতীকী ছবি)
advertisement
5/6
কর্পূর, লবঙ্গ, তিসি এবং সর্ষে নেড়াপোড়ার আগুনে দেওয়া খুব শুভ বলে মানা হয়।বাড়িতে কেউ অনেক দিন ধরে অসুস্থ থাকলে নেড়াপোড়ার আগুনের মধ্যে তিনটে বা পাঁচটা পান দিয়ে দিন। এর ফলে অসুস্থতা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। (প্রতীকী ছবি)
advertisement
6/6
ঘরের নজর কাটাতে কিছু কাজ করতে পারেন। এইদিন কালো তিল নেড়াপোড়ার আগুনে দিয়ে দিন।নেড়াপোড়ার সময় যদি গমের কিছু দানা আগুনে দেওয়া হয় তা-হলে সেই বাড়িতে কখনও অন্নের অভাব হয় না। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Holika Dahan 2025: আগামিকাল নেড়াপোড়া, ঘরের সুখ সমৃদ্ধি বজায় রাখতে মেনে চলুন কিছু টোটকা! উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালান্স, কাটবে সমস্ত দোষ!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল