Holi 2024 Astro Tips: কোন রং দিয়ে দোল খেললে জীবনে আসবে দাম্পত্য সুখ? রঙেই লুকিয়ে সুপ্রাচীন প্রেমের গোপন তথ্য
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Which Color is Good For Your Zodiac: দোল পূর্ণিমায় বাড়িতে নিয়ে আসুন এই কয়েকটি রং বাজার থেকে কিনে এই রঙ গুলোই পরিবারের সদস্যদের লাগান। তবেই দোল পূর্ণিমা যাওয়ার পর পাবেন খুশির সংবাদ।
advertisement
1/15

দেখতে দেখতে আর কয়েক দিনের পরেই দোল উৎসব। ফাল্গুনী পূর্ণিমায় প্রায় গোটা দেশ জুড়ে পালিত হয় এই দোল উৎসব। লাল ,নীল, হলুদ ,সবুজ হাজারো রঙের মেলা বসেই দোলযাত্রায়। তবে কোন রং দিয়ে দোল খেললে জীবন হবে সুখের? জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান, রাশি অনুযায়ী প্রত্যেকের জন্য নির্দিষ্ট রং রয়েছে। সেই রং দিয়ে দোল খেললে আপনার আগামী দিনগুলো সুখে সম্পদে পরিপূর্ণ হবে। (পিয়া গুপ্তা)
advertisement
2/15
২০২৪ দোল পূর্ণিমা লাগছে ২৪শে মার্চ রবিবার সকাল ৯.৪৩ মিনিট থেকে। থাকবে ২৫ শে মার্চ সকাল ৮.৪৮ মিনিট পর্যন্ত। এই পূর্ণ তিথিতে সকলেই মেতে উঠবে আনন্দ উৎসবে। তবে এই দোল পূর্ণিমায় বাড়িতে নিয়ে আসুন এই কয়েকটি রং বাজার থেকে কিনে এই রঙ গুলোই পরিবারের সদস্যদের লাগান। তবেই দোল পূর্ণিমা যাওয়ার পর পাবেন খুশির সংবাদ।
advertisement
3/15
জ্যোতিষী পূবালী গুহা শাস্ত্রী বলেন রাশি অনুযায়ী আপনাকে রং গুলো বেছে নিতে হবে। দোল পূর্ণিমাতে রং খেলতে যাওয়ার আগে অবশ্যই নিজের ইষ্ট আরাধ্য দেবতাকে প্রথমেই এই রং অর্পণ করুন। ইস্ট দেবতার চরণে দেওয়ার পরই আপনি আপনার গায়ে এদিন রং মাখুন।
advertisement
4/15
শুরুতেই মেষ রাশির যারা জাতক জাতিকারা তাঁরা লাল বা মেরুন, এই রং এর আবির দিয়ে দোল খেলার শুভ আরম্ভ করতে পারেন। তবে আপনারা কালো রং একেবারেই মাখবেন না। কেউ মাখাতে গেলেও আপনারা মাখবেন না।
advertisement
5/15
বৃষ রাশির জাতকরা সাদা ,নীল, সাদা মিশ্রিত স্টিল রং দিয়ে রং খেলা শুরু করতে পারেন। তবে আপনারা হলুদ কালারের রংকে পারলে বর্জন করুন।
advertisement
6/15
মিথুন রাশি আপনারা এ দিন সবুজ রং দিয়ে দোল খেলুন। যতটা পারবেন আপনারা সবুজ রং ব্যবহার করুন। এটা আপনাদের জন্য অত্যন্ত শুভকারক হয়ে যাবে।
advertisement
7/15
কর্কট রাশির জাতকরা এদিন সাদা, হালকা রুপালি, রক্ত শ্বেত অর্থাৎ দুধে আলতা রঙের আবীর দিয়ে রং খেলুন ।
advertisement
8/15
এরপর সিংহ রাশি, আপনারা রং খেলার দিন গোলাপি রং মাখুন। আর কালো রং বাদ দিয়ে দিন। আর পারলে সমস্ত রং মিশ্রিত করে একটি রং তৈরি করে সেই রং দিয়ে আপনারা রং খেলুন। এটা করলেই দুর্দান্ত চমৎকার রেজাল্ট আপনি পাবেন।
advertisement
9/15
এরপর কন্যা রাশির জাতক জাতিকার সবুজ ,লাল, ধূসর তাছাড়া বিভিন্ন কালার আপনারা ব্যবহার করতে পারেন। কারণ আপনারা সমস্ত রাশির কাছে একটু প্রিয় হয়ে থাকেন। তাই সমস্ত রাশির ও অধিপতির আপনাকে সামান্য হলেও ব্লেসিং দিয়ে থাকে। তাই আপনারা মাল্টি কালার ব্যবহার করতে পারেন।
advertisement
10/15
তুলা রাশি জন্য সাদা এবং নীল রং।
advertisement
11/15
বৃশ্চিক রাশি আপনারা পুরো লাল এবং সুবর্ণ বর্ণ এই দুটি রং এই রং খেলায় ব্যবহার করতে পারেন।
advertisement
12/15
ধনু রাশি আপনারা হলুদ রং ব্যবহার করুন। এদিন আপনারা অত্যাধিক মাত্রায় হলুদ রঙের ব্যবহার করুন।
advertisement
13/15
মকর রাশি আপনারা হালকা নীল এবং সাদা তার সঙ্গে পিচ শ্বেত। এ কালার আপনারা ব্যবহার করতে পারেন।
advertisement
14/15
কুম্ভ রাশি আপনাদের জন্য নীল হলুদ এবং সবুজ এই তিনটি গাঢ় কালার আপনারা এদিন ব্যবহার করুন।
advertisement
15/15
এছাড়া সর্বশেষ রাশি মীন রাশি, এদিন আপনারা হালকা সবুজের মধ্যে ডিপ হলুদ এবং হলুদ এই কালার ব্যবহার করুন। এইভাবেই আপনাদের রাশি অনুযায়ী আপনারা রং নির্বাচন করুন তবেই রং খেলার পর পাবেন শুভ সংবাদ।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Holi 2024 Astro Tips: কোন রং দিয়ে দোল খেললে জীবনে আসবে দাম্পত্য সুখ? রঙেই লুকিয়ে সুপ্রাচীন প্রেমের গোপন তথ্য