TRENDING:

Holi 2024 Date: ২৫ মার্চ দোল! তা হলে হোলি কবে! ক'টা ছুটি পাবেন, কতগুলো দিন কাটবে আরামে? জেনে নিন

Last Updated:
Holi 2024 Date and Time: হোলি হল রঙের উৎসব, হোলির উৎসবে মানুষ সব ধরনের ভেদাভেদ ভুলে আনন্দে মেতে উঠে। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমার পর চৈত্র মাসের শুরুতে পালিত হয় হোলি উৎসব। এবার হোলিকা দহন ২৪শে মার্চ।
advertisement
1/6
২৫ মার্চ দোল! তা হলে হোলি কবে! বারবার গুলিয়ে যাচ্ছে? ক'টা ছুটি পাবেন?জেনে নিন
হোলি হল রঙের উৎসব, হোলির উৎসবে মানুষ সব ধরনের ভেদাভেদ ভুলে আনন্দে মেতে উঠে। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমার পর চৈত্র মাসের শুরুতে পালিত হয় হোলি উৎসব। এবার হোলিকা দহন ২৪শে মার্চ।
advertisement
2/6
প্রতি বছর হোলিকা দহনের পরের দিন হোলি পালিত হয়। এমতাবস্থায়, এ বছরও ২৫ মার্চ হোলি পালিত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে মানুষের মধ্যে।
advertisement
3/6
প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি পালিত হয়। ২০২৪ সালে, উত্সবটি ২৫ মার্চ সোমবার উদযাপিত হবে। হোলিকা দহন বা ছোট হোলি বা ন‍্যাঁড়াপোড়ানো হোলির আগের দিন, ২৪ মার্চ রবিবার পালন করা হবে।
advertisement
4/6
হোলি ২০২৪: পূজার সময়হোলির শুভ সময় ২৪ মার্চ সকাল ০৯:৫৪ এ শুরু হয় এবং পরের দিন ১২:২৯ পর্যন্ত থাকবে।
advertisement
5/6
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এ বছর দোলপূর্ণিমা পড়েছে চৈত্র মাসে৷ এ বছর দোলপূর্ণিমা এবং হোলি পড়েছে এই একইদিনে৷ ২৫ মার্চ সোমবার৷
advertisement
6/6
তাই দোলপূর্ণিমার সময় আপনার জন্য অপেক্ষা করে আছে শুক্র-শনি-রবির লম্বা উইকএন্ড৷ এখন থেকেই পরিকল্পনা করুন৷ ব্যাগপত্র গুছিয়ে সে সময় পলাশের টানে, ছোট্ট সফরে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Holi 2024 Date: ২৫ মার্চ দোল! তা হলে হোলি কবে! ক'টা ছুটি পাবেন, কতগুলো দিন কাটবে আরামে? জেনে নিন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল