Holi 2024 Astrology: দোলের আগে ন্যাড়াপোড়ার সময় ৩০ সেকেন্ডের এই কাজ! রোগমুক্তি চিরতরে, ভুলবেন না যেন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Holi 2024 Astrology: দীর্ঘদিন ধরে শরীর, স্বাস্থ্য ঠিক নেই।এদিকে গতিময়তা নেই জীবনে। প্রতিকার পেতে হলে করুন হোলিকা দহনের দিন এই কাজ করার নির্দেশ জ্যোতিষবিদের।
advertisement
1/5

*দীর্ঘদিন ধরে শরীর,স্বাস্থ্য ঠিক নেই। গতিময়তা নেই জীবনে। প্রতিকার পেতে হলে করুন হোলিকা দহনের দিন একটি কাজ, বললেন জ্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী। প্রতিবেদনঃ অনন্যা দে। সংগৃহীত ছবি। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
2/5
*হোলির আগে পালন হয় হোলিকা দহন। যাকে বাংলায় বলা হয় ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো। হোলিকা দহন হিন্দুদের কাছে খুবই শুভ বলে মানা হয়। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*এ দিন মানুষ নিজেদের ভুল-ভ্রান্তি, ভেদাভেদ ভুলে একে-অপরকে আলিঙ্গন করে নতুন কিছুর সূচনা করেন। এতে মানুষের মধ্যেকার নেতিবাচকতা দূর হয়। সংগৃহীত ছবি। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
4/5
*বিশ্বজিৎ চক্রবর্তী জানান, "হোলির আগের দিন ন্যাড়া পোড়ার সময় নিমপাতা, কর্পূর ও লবঙ্গ পোড়াতে হবে ন্যাড়াপোড়ার আগুনে, তাহলে নিষ্কৃতি মিলবে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে। রাহু ও কেতুর অবস্থান পরিবর্তনের কারণে অনেকসময় সমস্যা লেগেই থাকে।" সংগৃহীত ছবি।
advertisement
5/5
*ন্যাড়া পোড়ার সময় দশটি নিমপাতা, ৬টি লবঙ্গ ও ৫টি কর্পূর সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে তা দিয়ে দিতে হবে ন্যাড়া পোড়ার আগুনে। সংগৃহীত ছবি। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Holi 2024 Astrology: দোলের আগে ন্যাড়াপোড়ার সময় ৩০ সেকেন্ডের এই কাজ! রোগমুক্তি চিরতরে, ভুলবেন না যেন...