Holi 2024: টাকার সাগরে ভাসবেন! জীবনে দুঃখ থাকবেন না! ন্যাড়াপোড়ার দিন মানুন শুধু এই ২ নিয়ম
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Holi 2024: হোলির একদিন আগে ন্যাড়াপোড়ার প্রথা রয়েছে। গ্রামীণ এলাকায়, লোকেরা হোলিকা দহনের জন্য এক জায়গায় জড়ো হয়। শুকনো ডাল, পাতা, খড়, গাছের ডালপালা জোগাড় করে বানানো হয় বুড়ির ঘর।
advertisement
1/6

হোলির একদিন আগে ন্যাড়াপোড়ার প্রথা রয়েছে। গ্রামীণ এলাকায়, লোকেরা হোলিকা দহনের জন্য এক জায়গায় জড়ো হয়। শুকনো ডাল, পাতা, খড়, গাছের ডালপালা জোগাড় করে বানানো হয় বুড়ির ঘর। তার পর সেই বুড়ির ঘরে আগুন দেওয়া হয় ফাল্গুন পূর্ণিমার রাতে। এটাই ন্যাড়া পোড়ার রীতি।
advertisement
2/6
বাংলার বাইরে বহু জায়গায় এই রীতি হোলিকা দহন নামে পরিচিত। প্রহ্লাদকে বাঁচাতে বিষ্ণুর হোলিকা বধ, তাই থেকে হোলিকা দহন। হোলির আগের দিন কোনও খোলা মাঠ বা ফাঁকা জায়গায় শুকনো কাঠ, খড়কুটো মজুত করে পুড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ হোলিকার দহন হয়।
advertisement
3/6
অশুভ শক্তির সব কিছু পুড়িয়ে শুভ শক্তির উদয়। এটাই এই রীতির গুরুত্ব। মনের কালিমা সরিয়ে জীবন আলোকজ্জ্বল করার জন্যই এই রীতির পালন করা হয়। তবে, অনেকেই জানেন না কোন দিকে ন্যাড়াপোড়ার ঘর তৈরি করা উচিত। আজ সেই উত্তর মিলবে এই প্রতিবেদনে।
advertisement
4/6
জ্যোতিষী পণ্ডিত শত্রুঘ্ন আচার্য জানান, এ বছর ফাল্গুন মাসের পূর্ণিমা ২৪ মার্চ দিনের ৯টা ২৩ মিনিটে প্রবেশ করছে এবং ভাদ্র শেষ হওয়ার পর রাত ১০:২৮ মিনিটে ন্যাড়াপোড়ানোর শুভ সময় হচ্ছে। তিনি বলেছিলেন এই সময়, ওম হোলিকায়ে নমঃ মন্ত্র পাঠ করার সময় হোলিকা দহন করা উচিত।
advertisement
5/6
কোন দিকে ন্যাড়াপোড়া হবে জেনে নিন-লোকাল ১৮-এর সঙ্গে আলাপকালে জ্যোতিষী জানান, এ বছর ন্যাড়াপোড়ার হবে পূর্ব দিকে। এটি লক্ষণীয় যে হোলিকা থেকে উঠতে থাকা ধোঁয়া বছরের ভবিষ্যত সম্পর্কে তথ্য দেয়। বলা হয়, এর থেকে যে ধোঁয়া বের হচ্ছে তা ঠিক করে দেয় আগামী বছরটা মানুষের জন্য কেমন যাচ্ছে। তিনি বলেন, ন্যাড়াপোড়ানোর ছাই কপালে লাগিয়ে আগামী বছরের সৌভাগ্য কামনা করতে হবে।
advertisement
6/6
(Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Holi 2024: টাকার সাগরে ভাসবেন! জীবনে দুঃখ থাকবেন না! ন্যাড়াপোড়ার দিন মানুন শুধু এই ২ নিয়ম