Zodiac Astrology : বদলাচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান! কোন কোন রাশির উপরে নেমে আসছে ঘোর বিপদ? জেনে নিন
- Written by:Trending Desk
- local18
- Published by:Teesta Barman
Last Updated:
Zodiac Astrology : পূর্ণিয়ার পণ্ডিত ও জ্যোতিষী দয়ানাথ মিশ্র বলেন, মাত্র কয়েকদিন আগে গ্রহের পরিবর্তনের কারণে রাশিফল বদলে গিয়েছে।
advertisement
1/5

কালের নিয়মে স্থান পরিবর্তন করছে গ্রহ, নক্ষত্র। গ্রহদের রাশি পরিবর্তন যেকোনও মানুষের জীবনে প্রভাব ফেলে। পূর্ণিয়ার পণ্ডিত ও জ্যোতিষী দয়ানাথ মিশ্র বলেন, মাত্র কয়েকদিন আগে গ্রহের পরিবর্তনের কারণে রাশিফল বদলে গিয়েছে। এর ফলে কোনও কোনও রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন, আবার কোনও রাশির জাতক-জাতিকা ক্ষতির সম্মুখীন হবেন। তবে কিছু প্রতিকারে ঝামেলা এড়ানো সম্ভব।
advertisement
2/5
এই সব রাশির শুভ সময়— পণ্ডিত দয়ানাথ মিশ্র বলেছেন, শনি কুম্ভ রাশিতে বসে আছেন। তাঁর কৃপায় বৃষ, মিথুন ও ধনু রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হবেন। এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি সবচেয়ে ভাল হবে।
advertisement
3/5
এই রাশিগুলির সমস্যা বাড়বে— পণ্ডিত বলেন, শুক্র তার নিজের ঘর ছেড়ে কন্যা রাশিতে চলে গিয়েছে। কন্যা রাশিতে শুক্র নিচস্থ হওয়ায় কন্যা রাশির জাতকদের সমস্যা বাড়বে। রাহুর অবস্থানের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদেরও সমস্যায় পড়তে হবে। একই সঙ্গে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। চণ্ডাল যোগ তৈরি হওয়ায় মেষ রাশির জাতক-জাতিকাদেরও বেশি সমস্যা হবে। আবার মকর রাশি, মীন রাশি এবং মেষ রাশিতে শনির সাড়েসাতী চলছে। সেই কারণে তাঁদের সমস্যা চলতেই থাকবে। অন্য রাশিগুলির জন্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
advertisement
4/5
সময়কাল— এর প্রভাব গত চার দিন ধরে চলছে। পণ্ডিত মিশ্র বলেন, মঙ্গল একটি রাশিতে ৪৫ দিন অবস্থান করে। শুক্র একটি রাশিতে ৩৬ দিন থাকে এবং বুধ একটি রাশিতে ২৭ দিন থাকে। সূর্য একটি রাশিতে এক মাস অবস্থান করে। তিনি জানান, এই মাসে ১৭ অগাস্ট সূর্যের রাশি পরিবর্তন হবে। সূর্য তার বন্ধু সিংহ রাশিতে গোচর করবে। সেই কারণে সিংহ রাশির জাতক-জাতিকাদের ১৭ অগাস্টের পর খুব ভাল সময় যাবে।
advertisement
5/5
প্রতিকার— পণ্ডিত দয়ানাথ মিশ্র বলেন, গ্রহের পরিবর্তনের কারণে কিছু রাশির সমস্যা বাড়বে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে জাতক-জাতিকাদের নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত। ওম নমঃ শিবায় জপ করতে হবে। সূর্যদেবকে প্রণাম করে ভগবান সূর্যকে মিষ্টি জল নিবেদন করা উচিত।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Zodiac Astrology : বদলাচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান! কোন কোন রাশির উপরে নেমে আসছে ঘোর বিপদ? জেনে নিন