Healthy Lifestyle: সাবধান! উচ্ছের সঙ্গে ৩টে সব্জি একসঙ্গে খাচ্ছেন না তো? তাহলেই সাঙ্ঘাতিক বিপদ
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
শরীরকে ভাল রাখার জন্য গৃহস্থ বাড়ির এই রান্নাই অনেক সময় ক্ষতির কারণ হয়ে ওঠে৷ ডায়েটিশিয়ান সৌম্য শ্রীবাস্তব জানিয়েছেন, বেশ কিছু সব্জির সঙ্গে মূলো খাওয়া উচিত নয়৷ কী সেই সব্জিগুলো?
advertisement
1/6

এমনিতেই বলা হয়, তেঁতো শরীরের জন্য বেশ ভাল৷ বিশেষ করে উচ্ছেকে ডায়াবিটিসের রামবাণ বলা হয়৷
advertisement
2/6
বাঙালি গৃহস্থ বাড়ির বেশ জনপ্রিয় খাবার হল শুক্তো৷ আর তাতেই কত ধরনের সব্জির সমাহার থাকে৷ যাকে অনেকেই ঘরের ভাষায়, ‘পাঁচ তরকারি’ও বলেন৷
advertisement
3/6
কিন্তু জানেন কি শরীরকে ভাল রাখার জন্য গৃহস্থ বাড়ির এই রান্নাই অনেক সময় ক্ষতির কারণ হয়ে ওঠে৷ ডায়েটিশিয়ান সৌম্য শ্রীবাস্তব জানিয়েছেন, বেশ কিছু সব্জির সঙ্গে মূলো খাওয়া উচিত নয়৷ কী সেই সব্জিগুলো?
advertisement
4/6
উচ্ছের সঙ্গে মুলো খাওয়া বেশ ক্ষতিকারক হতে পারে৷ এর ফলে বদহজমের সমস্যা এবং গলায় সর্দি জমতে পারে৷
advertisement
5/6
উচ্ছে খাওয়ার পর কখনও ঢেঁড়শ খাবেন না৷ বিশেষ করে যাঁদের বদহজমের সমস্যা থাকে, তাঁদের খাওয়া উচিত নয়৷ এই দুটো সবজি একসঙ্গে খেলে হজম করা বেশ কঠিন হয়৷
advertisement
6/6
উচ্ছে পালং শাকের দুই-ই স্বাস্থ্যের জন্য খুব উপকারী৷ কিন্তু এই দুই সব্জি একসঙ্গে খাওয়া মোটেও ভাল নয়৷ এর ফলে শরীরে অক্সোলেটের মাত্রা বৃদ্ধি পেতে পারে৷ এতে কিডনিতে পাথরের ঝুঁকি বাড়তে পারে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Healthy Lifestyle: সাবধান! উচ্ছের সঙ্গে ৩টে সব্জি একসঙ্গে খাচ্ছেন না তো? তাহলেই সাঙ্ঘাতিক বিপদ