TRENDING:

Hariyali Teej 2024 Lucky Zodiac Signs: বড় বেতনবৃদ্ধি! চাকরি ব্যবসায় প্রচুর লাভ! সুখী দাম্পত্য! বুধবার থেকে সৌভাগ্যের সুখবৃষ্টি ৪ রাশির জীবনে

Last Updated:
Hariyali Teej 2024 Lucky Zodiac Signs:শ্রাবণমাসে হরিয়ালী তীজ তিথি উপলক্ষে কিছু রাশির কপাল খুলতে চলেছে৷ সৌভাগ্যের বর্ষায় প্লাবিত হতে চলেছেন সেই রাশির জাতক জাতিকারা৷
advertisement
1/7
বেতনবৃদ্ধি! চাকরি ব্যবসায় লাভ! সুখী দাম্পত্য! সৌভাগ্যের সুখবৃষ্টি ৪ রাশির জীবনে
বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে হরিয়ালী তীজ৷ শ্রাবণমাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় এই পার্বণ৷ বর্ষাকাল বলে সবুজ,শ্যামলিমা থেকে বলা হয় হরিয়ালী৷ তৃতীয়া তিথির জন্য বলা হয় তীজ৷
advertisement
2/7
হরিয়ালী তীজে ব্রতীরা নিষ্ঠাভরে পুজো করেন হরগৌরীর৷ স্বামী ও সংসারের মঙ্গলকামনায় এই ব্রতপালন করেন বিবাহিতারা৷ সুপাত্র স্বামী পাওয়ার স্বপ্নে ব্রতপালন করেন অবিবাহিতারাও৷
advertisement
3/7
শ্রাবণমাসে হরিয়ালী তীজ তিথি উপলক্ষে কিছু রাশির কপাল খুলতে চলেছে৷ সৌভাগ্যের বর্ষায় প্লাবিত হতে চলেছেন সেই রাশির জাতক জাতিকারা৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷
advertisement
4/7
হরিয়ালী তীজ থেকে শিবপার্বতীর বিশেষ কৃপাবর্ষিত হতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের উপর৷ কেরিয়ারে খুলতে চলেছে নতুন দরজা৷ ধনসম্পদের সঙ্গে বাড়বে মানসম্মান৷ জীবনে বাড়বে পজিটিভ বার্তা৷ বিবাহিত জীবন সুখের হবে৷ পছন্দসই চাকরির অফার আসবে৷ পেশাদারি জীবনে আসবে উন্নতির সুযোগ৷
advertisement
5/7
বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের জীবনে খুশির বার্তা বয়ে আনছে হরিয়ালী তীজ৷ আচমকাই ধনলাভের যোগ আসবে৷ বাড়বে সুখসম্পদ৷ ব্যবসা বাড়বে বিস্তারিত ভাবে৷ উপার্জনের পথ খুলে যাবে৷ আর্থিক সংস্থান মজবুত হবে৷
advertisement
6/7
মকররাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসবে হরিয়ালী তীজে৷ দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সফল হবে৷ বিবাহিত জীবনের সমস্যা কাটবে৷ সামাজিক মানসম্মান বাড়বে৷ শিক্ষার্থীদের জন্য শুভ সময় আসবে৷ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে৷ আর্থিক সংস্থান উন্নত হবে৷ বাড়বে ধনসম্পদ৷
advertisement
7/7
কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুসময় আসছে হরিয়ালী তীজে৷ চাকরিতে বড় বেতনবৃদ্ধি অপেক্ষা করে আছে৷ পারিবারিক জীবন সুখময় হবে৷ প্রেমজীবন মধুর হয়ে উঠবে৷ দাম্পত্যেও আসবে খুশির জোয়ার৷ চাকরি ইন্টারভিউতে সফল হবেন৷ ব্যবসাতেও বাড়বে মুনাফা৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Hariyali Teej 2024 Lucky Zodiac Signs: বড় বেতনবৃদ্ধি! চাকরি ব্যবসায় প্রচুর লাভ! সুখী দাম্পত্য! বুধবার থেকে সৌভাগ্যের সুখবৃষ্টি ৪ রাশির জীবনে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল